TRENDING:

World Cup 2022|| এ ‌যেন এক টুকরো কাতার! জায়ান্ট স্ক্রিনে মাঠে বিশ্বকাপ দেখছে গোটা গ্রাম, কোথায় জানেন!

Last Updated:

সকাল সকাল রান্নাবান্না সেরে সংসারের কাজকর্ম মিটিয়ে বাড়ির মহিলারাও চলে আসছেন মাঠে। কারণ একসাথে ফুটবল খেলা দেখার মজাই আলাদা জানালেন এই গ্রামের প্রবীণ এক গৃহবধূ। পাড়ার যুবক-যুবতীদের মধ্যেও খেলা দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়নগর: বাড়িতে বসে টিভি স্ক্রিনে নয়, পাড়ার খেলার মাঠে আবাল-বৃদ্ধ-বণিতা তাড়িয়ে তাড়িয়ে বিশ্বকাপ উপভোগ করছে দক্ষিণ বারাসত অঞ্চলের বেলিয়াডাঙ্গা গ্রামে। সুদূর কাতারে আয়োজিত বিশ্বকাপ ফুটবল মাঠে গিয়ে দেখার সৌভাগ্য না হলেও বাঙালির প্রিয় ফুটবল খেলাকে উপভোগ করতে পিছুপা হয়নি দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতের বেলিয়াডাঙ্গা গ্রামের মানুষ।
advertisement

স্থানীয় বিবেকানন্দ পল্লি ক্লাব প্রাঙ্গণে প্রজেক্টরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে রাত জেগে একসঙ্গে সকলে মিলে উপভোগ করছে বিশ্বকাপ ফুটবল খেলা। সকাল সকাল রান্নাবান্না সেরে সংসারের কাজকর্ম মিটিয়ে বাড়ির মহিলারাও চলে আসেন মাঠে। কারণ একসঙ্গে ফুটবল খেলা দেখার মজাই আলাদা জানালেন এই গ্রামের প্রবীণ এক গৃহবধূ।

আরও পড়ুনঃ সাতসকালে আমবাগানে এ কী দৃশ্য! ছুটে এল বাসিন্দারা, তোলপাড় গোটা গ্রাম

advertisement

পাড়ার যুবক-যুবতীদের মধ্যেও খেলা দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা জানান, সারাদিনের নিজেদের কাজকর্ম পড়াশোনা সেরে খেলার সময় হতেই মাঠে এসে যান তারা। ক্লাবের এক সদস্য জানান, আমরা চার বছর ধরে অপেক্ষা করে থাকি ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য। আমাদের ভারতের ফুটবলের দল নেই। কিন্তু তাও আমরা বাঙালি আবেগের কাছে ফুটবল একটা আলাদা মাত্রা এনে দেয়।

advertisement

View More

ক্লাব সদস্যরা আরও বলেন, এ বছর ফুটবল বিশ্বকাপ কাতারে হচ্ছে। সময়সূচি অনুযায়ী প্রায় সব খেলাই কখনও গভীর রাতে, আবার কখনও সন্ধ্যা থেকে খেলা শুরু হয়। গভীর রাতে যে খেলা হয়, সেগুলি আমরা সকলে একসঙ্গে রাত জেগে খেলা দেখা হয়। কেউ ব্রাজিলের সমর্থনে, কেউ আবার স্পেন, আবার কখনও আর্জেন্টিনা সব মিলিয়ে খেলা দেখার একটা উদ্দীপনা তৈরি হয়েছে আমাদের এই এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
World Cup 2022|| এ ‌যেন এক টুকরো কাতার! জায়ান্ট স্ক্রিনে মাঠে বিশ্বকাপ দেখছে গোটা গ্রাম, কোথায় জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল