স্থানীয় বিবেকানন্দ পল্লি ক্লাব প্রাঙ্গণে প্রজেক্টরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে রাত জেগে একসঙ্গে সকলে মিলে উপভোগ করছে বিশ্বকাপ ফুটবল খেলা। সকাল সকাল রান্নাবান্না সেরে সংসারের কাজকর্ম মিটিয়ে বাড়ির মহিলারাও চলে আসেন মাঠে। কারণ একসঙ্গে ফুটবল খেলা দেখার মজাই আলাদা জানালেন এই গ্রামের প্রবীণ এক গৃহবধূ।
আরও পড়ুনঃ সাতসকালে আমবাগানে এ কী দৃশ্য! ছুটে এল বাসিন্দারা, তোলপাড় গোটা গ্রাম
advertisement
পাড়ার যুবক-যুবতীদের মধ্যেও খেলা দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা জানান, সারাদিনের নিজেদের কাজকর্ম পড়াশোনা সেরে খেলার সময় হতেই মাঠে এসে যান তারা। ক্লাবের এক সদস্য জানান, আমরা চার বছর ধরে অপেক্ষা করে থাকি ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য। আমাদের ভারতের ফুটবলের দল নেই। কিন্তু তাও আমরা বাঙালি আবেগের কাছে ফুটবল একটা আলাদা মাত্রা এনে দেয়।
ক্লাব সদস্যরা আরও বলেন, এ বছর ফুটবল বিশ্বকাপ কাতারে হচ্ছে। সময়সূচি অনুযায়ী প্রায় সব খেলাই কখনও গভীর রাতে, আবার কখনও সন্ধ্যা থেকে খেলা শুরু হয়। গভীর রাতে যে খেলা হয়, সেগুলি আমরা সকলে একসঙ্গে রাত জেগে খেলা দেখা হয়। কেউ ব্রাজিলের সমর্থনে, কেউ আবার স্পেন, আবার কখনও আর্জেন্টিনা সব মিলিয়ে খেলা দেখার একটা উদ্দীপনা তৈরি হয়েছে আমাদের এই এলাকায়।
সুমন সাহা