Murshidabad News|| সাতসকালে আমবাগানে এ কী দৃশ্য! ছুটে এল বাসিন্দারা, তোলপাড় গোটা গ্রাম

Last Updated:

সাতসকালে আমবাগানে এ কী দৃশ্য! ছুটে এল বাসিন্দারা। আমবাগান থেকে বিশেষভাবে সক্ষম যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#মুর্শিদাবাদঃ আমবাগান থেকে বিশেষভাবে সক্ষম যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকাল সকাল ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় শেরপুর আমবাগানে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আশরাফুল শেখ(২৫)। তার বাড়ি শেরপুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ৩ বছর আগে ছাদ থেকে পড়ে গিয়েছিলেন সামসেরগঞ্জের যুবক আশরাফুল শেখ। তারপরেই অসুস্থ হয়ে পড়েন আশরাফুল। তখন থেকেই তাঁর এই মানসিক অসুস্থতা। বৃহস্পতিবার সকালে হঠাৎই বাড়ির পাশের একটি আমবাগানে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুনঃ তৃতীয় শ্রেণির পড়ুয়াকে খাবারের লোক দেখিয়ে ধর্ষণ, প্রতিবেশী কাকু কাণ্ডে তোলপাড় ঢোলাহাট
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পাঠায়। মানসিক অবসাদের জন্যই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে, বুধবার রাতেও আত্মহত্যার ঘটনা ঘটে ফরাক্কাতে। বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার দু নম্বর কলোনিতে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম শ্রীকৃষ্ণ হালদার।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তারপর বাড়ির লোকজন দেখার পর তাকে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। যদিও এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News|| সাতসকালে আমবাগানে এ কী দৃশ্য! ছুটে এল বাসিন্দারা, তোলপাড় গোটা গ্রাম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement