আরও পড়ুন: শ্যুটে দৌড়ঝাঁপ, সিঁড়ি ভাঙার পরেই বুকে ব্যথা সৃজিতের! হার্ট চেকআপের পর কী জানালেন পরিচালক
ঘটনাটি ঘটে কুমোরহাটে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। জানা গিয়েছে, উসমান ঢালীর প্রতিবেশী হাসাম ঢালী। উসমান ঢালীর সূর্যপুর সেতুর কাছে কাপড়ের দোকান আছে, সেই দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলা চালায় ভাইপো। উসমান ঢালীর বোনের জমিতে পাঁচিল দেওয়া হচ্ছিল, যার সীমানা ছিল হাসাম ঢালীর দিকে, এই নিয়ে বিকালে দুই পক্ষের বিবাদ হয়। পাঁচিল ভেঙে দেওয়া হয়, তারপর রাতে কাকার উপর এই হামলা। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
advertisement
পরিবারের আরেক ভাইপো সইদুল রহমান ঢালী অভিযোগ করেন, বুধবার সকালে জমিতে পাঁচিল দেওয়া হয়। তখন অভিযুক্ত ভাইপো হাসাম ঢালী পাঁচিল ভেঙে দেয়। পরে বিকালে দোকানে যান কাকা। রাতে দোকান থেকে ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে হামলায় প্রাণ যায় কাকার। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করে পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভাইপো হাসাম ঢালী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বারুইপুর থানার পুলিশ।
অর্পণ মণ্ডল