এই দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সুন্দরবন এলাকায়। যদিও এলাকার মানুষের প্রাথমিক অনুমান, কোনভাবে নদীতে নেমে তলিয়ে যায় ওই দু'জন। আর তাতেই জলে ডুবে মৃত্যু হয়েছে। পরে নদীতে দেহ ভেসে ওঠে।
এডওয়ার্ড ক্রিক নদী থেকে উদ্ধারা দেহ দুটির মধ্যে পুরুষের বয়স ৬০ বছরের কাছাকাছি। আর উদ্ধার হওয়া মহিলার দেহটির বয়স ৭০ বছরের কাছাকাছি। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই দুটি দেহকে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের পরিচয় জানতে তাদের ছবি দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের সমস্ত থানাতে পাঠানো হয়েছে। কেউ কেউ মনে করছেন গঙ্গাসাগর মেলা থেকে ফেরার পথেই কোনোভাবে নদীতে তলিয়ে গিয়েছেন ওই দু'জন। তবে তাঁরা ভিন রাজ্যের পুণ্যার্থী বলে অনুমান পুলিশের।
advertisement
আরও পড়ুন: হাতির হানায় উত্তরবঙ্গের ফের মৃত্যু! কাজ থেকে ফেরার পথে পিষে দিল দাঁতাল
এই দেহ উদ্ধার নিয়ে প্রত্যক্ষদর্শী নাড়ু দাস জানান, সকালে তাঁরাই প্রথম মৃতদেহটিকে ভাসতে দেখেন নদীর জলে। এরপর থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ দূটি উদ্ধার করে। মৃতদেহ দেখে পূণ্যার্থী বলেই অনুমান করছেন তাঁরা। এই নিয়ে এক ভেসেল কর্মী দুলাল চন্দ্র জানান, নদীতে জলের স্রোত ছিল। তা সত্বেও তাঁরা মৃতদেহটিকে উদ্ধার করেছেন। এরপর মৃতদেহটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহ দুটির পরিচয় জানার চেষ্টা করছে। সেই সঙ্গে মৃত্যুর আসল কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
নবাব মল্লিক