Elephant Attack: হাতির হানায় উত্তরবঙ্গের ফের মৃত্যু! কাজ থেকে ফেরার পথে পিষে দিল দাঁতাল

Last Updated:

হাতির হানায় উত্তরবঙ্গে ফের মৃত্যু। শিলিগুড়ির কাছে রাজগঞ্জের ঘটনা। লাগাতার হাতির হানায় মৃত্যুর ঘটনায় উত্তরবঙ্গজুড়ে আতঙ্ক বাড়ছে

+
title=

জলপাইগুড়ি: উত্তরবঙ্গে ফের হাতির হানায় মৃত্যু। কাজ থেকে বাড়ি ফেরার পথে হাতির হানায় প্রাণ হারালেন বাবলু ওঁরাও। শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ঘটনা।
হাতির হানায় যে জায়গায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি গজলডোবা সংলগ্ন রাজগঞ্জের সরস্বতীপুর এলাকা। এই ঘটনার কথা জানাজানি হতেই শুক্রবার ঘটনাস্থলে গিয়ে পৌঁছন বন দফতরের আধিকারিকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার টাকিমারিতে কাজে গিয়েছিলেন বাবলু ওঁরাও (৪৫)। কাজ সেরে ফেরার পথে জঙ্গলের মধ্যে হাতির মুখে পড়ে যান। গজরাজের আক্রমণে সেখানেই বেঘোরে প্রাণ হারান ওই ব্যক্তি। এদিকে রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যান বাবলু ওঁরাও-এর পরিজনরা।
advertisement
advertisement
শুক্রবার সকাল হতেই দেখা যায় জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি, পাশে তাঁর সাইকেল পড়ে আছে। এরপর মৃতের পরিজনরা এসে দেহ সনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাবলুবাবুই ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর মৃত্যুতে অসহায় অবস্থায় পড়ে গিয়েছে গোটা পরিবার। তারা বন দফতরের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। মৃত বাবলু ওঁরাও-এর বোন জানান, তাঁদের বহু কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। পরিবারে দাদাই একমাত্র অর্থ উপার্জন করত। একমাত্র প্রশাসন সাহায্য করলে তবেই তাঁদের সংসার চলবে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Elephant Attack: হাতির হানায় উত্তরবঙ্গের ফের মৃত্যু! কাজ থেকে ফেরার পথে পিষে দিল দাঁতাল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement