Malda News: মায়ের দেহ নিয়ে যাওয়ার জন গাড়ি ভাড়া করার পয়সা ছিল না ছেলের! হঠাৎ 'দেবদূতের' আগমনে হল মুশকিল আসান

Last Updated:

মৃত মায়ের দেহ হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করবেন এমন পয়সা ছিল না ছেলের কাছে। হতাশ হয়ে দেহ নিয়ে বসে ছিলেন রাস্তায়। এমন সময় আগমন ঘটল এক 'দেবদূতের', তারপর যা হল...

+
title=

মালদহ: টাকার অভাবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত বৃদ্ধার দেহ বাড়ি নিয়ে যেতে পারছিলেন না পরিজনরা। শববাহী গাড়ির ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না। ফলে দেহ নিয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অসহায়ের মত বসেছিল পরিবারের লোকেরা। বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ সাহায্যর জন্য এগিয়ে আসেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি চিকিৎসক পুরঞ্জয় সাহা। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচল মৃতের পরিবার।
এমএসভিপি পুরঞ্জয় সাহার নির্দেশে বৃহস্পতিবার রাতে ওই অসহায় পরিবারকে সাহায্য করা হয় মেডিকেল কলেজের পক্ষ থেকে। শববাহী গাড়ির ব্যবস্থা করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রাতেই সেই গাড়িতে করে দেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পরিবারটি। মেডিকেল কলেজের কর্তার এমন মানবিক দায়িত্ববোধকে ধন্যবাদ জানিয়েছেন মৃতের পরিবারের লোকেরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, মালদহর মোথাবাড়ি থানার কুরিয়াটাইড়ের বাসিন্দা রেজিনা বেওয়া ( ৮৫) চিকিৎসাধীন অবস্থায় মালদহ মেডিকেল কলেজে বৃহস্পতিবার রাতে মারা যান। ২২ দিন আগে তিনি ব্রেন স্টোকে আক্রান্ত হয়েছিলেন। পরিবারে আর্থিক অনটন থাকায় বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধার দেহ বাড়ি নিয়ে যেতে সমস্যায় পড়েন পরিজনরা। টাকার অভাবে অ্যাম্বুল্যান্স বা শববাহী গাড়ি ভাড়া করতে পারেননি মৃতের ছেলে মাহিরুবা হক। বিষয়টি জানতে পারেন মেডিকেল কলেজের কর্তব্যরত কর্তারা। খবর যায় এমএসভিপি পূরঞ্জয় সাহার কাছে। পরিবারের লোকেদের তিনি একটি আবেদন জমা দিতে বলেন। আবেদনপত্র পেয়ে সঙ্গে সঙ্গে মৃতদেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দেন। হাসপাতালের পক্ষ থেকে সাহায্য পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবারটি। এই বিষয়ে মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, "এটি একটি ভাল খবর। এমএসভিপি নিজের উদ্যোগে মৃতের পরিবারের লোকেদের সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা মেডিকেলের পক্ষ থেকে সর্বদা রোগী ও রোগীর আত্মীয়দের সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে থাকি।"
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মায়ের দেহ নিয়ে যাওয়ার জন গাড়ি ভাড়া করার পয়সা ছিল না ছেলের! হঠাৎ 'দেবদূতের' আগমনে হল মুশকিল আসান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement