সেই সঙ্গে ওই ২ স্কুলছাত্রীকে রায়দিঘী গ্রামীণ হসপিটালে পাঠানোর বন্দোবস্ত করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে খবর। ওই ২ স্কুলছাত্রী রায়দিঘী গ্রামীণ হসপিটালে পৌছানোর পর তাদের চিকিৎসা শুরু হয়। এই ঘটনা প্রসঙ্গে মুখার্জিরচক হাইস্কুলের প্রধান শিক্ষক বলরাম পুরকাইত জানান স্কুল চলাকালীন ওই ২ ছাত্রী অসুস্থ হয়ে যায়।
আরও পড়ুনঃ সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে চালু টেলিমেডিসিন পরিষেবা
advertisement
মূলত প্রচন্ড গরমে এই ঘটনা ঘটেছে। আমরা দ্রত ওই ছাত্রীদের পরিবারকে খবর দিয়েছিলাম। এরপর ওই ছাত্রীদের রায়দিঘী গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন ছাত্রীরা মোটামুটি সুস্থ আছে। ওই ২ স্কুল ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ার পর ওই ছাত্রীদের দেখতে রায়দিঘী গ্রামীণ হসপিটালে ওই ছাত্রীদের সহপাঠীরা পৌঁছায়।
আরও পড়ুনঃ চশমা তৈরিতে থাবা ফাইবার লেন্সের! কর্মীরা চরম সঙ্কটে
এই ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত বলে খবর। বেশ কয়েদিনের টানা গরমের জেরে এই ঘটনা ঘটেছে। এভাবে চলতে থাকলে আগামীতে আরও অসুবিধার সৃষ্টি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
Nawab Mallick