অল্প সময়ের মধ্যে এই ঘটনা ঘটায় মুহুর্তের মধ্যে দূর্ঘটনা ঘটে যায়। ঘটনাস্থলেই উভয় গাড়ির চালক ও যাত্রীরা রাস্তার উপর লুটিয়ে পড়ে। দূর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এরপর তারাই আহতদের উদ্ধার করে মুচিশা লক্ষীবালা গ্রামীণ হাসপাতালে এ নিয়ে আসে। এরপরই সুরজিৎ ধাড়া বলে এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুনঃ নামখানার ছোট্ট শিশু অবলীলায় বলছে কবিতা গান! হতবাক সকলে
অপর এক বাইক আরোহী প্রীতম মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় যাদব পাত্র নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসারত। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার মৃত ২ যুবকের দেহ ময়নাতদন্ত করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।
Nawab Mallick