TRENDING:

South 24 Parganas News: নিজস্ব সংস্কৃতি বাঁচাতে বিকেলে এক জায়গায় জড়ো হচ্ছেন নগেন্দ্রপুরের আদিবাসীরা

Last Updated:

নিজস্ব প্রাচীন সংস্কৃতি বাঁচাতে তৎপর সুন্দরবনের নগেন্দ্রপুরের আদিবাসীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আদিবাসীরা হল প্রাচীন সংস্কৃতির ধারক ও বাহক। সেই সংস্কৃতি আঁকড়েই বাঁচতে চান তাঁরা। সুন্দরবনের একেবারে প্রান্তিক এলাকা নগেন্দ্রপুর। সেখানকার আদিবাসী পরিবারগুলি প্রতিদিন কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করেন। দেশের অন্যান্য প্রান্তের মতো এখানেও সমাজে অবহেলিত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। তবু তাঁরা প্রাচীন সংস্কৃতি আকড়ে বাঁচতে চাইছেন।
advertisement

আরও পড়ুন: হোমের প্রতিবন্ধী আবাসিকদের তৈরি রাখিতে এ কীসের বার্তা!

রোজগারের তাগিদে নগেন্দ্রপুরের পুরুষেরা ভিন রাজ্যে কাজে চলে যান। পেট চালাতে কঠিন লড়াই করতে হয় এই এলাকার আদিবাসী মহিলাদের। এখানকার আদিবাসী মহিলারা সকাল থেকে বেরিয়ে পড়েন সমুদ্র পাড়ে কিংবা জঙ্গলে। নদীতে জাল ফেলে মাছ ধরা, জঙ্গল থেকে কাঁকড়া ধরা, শুকনো জ্বালানি কাঠ ভেঙে আনা এই সব কিছুই তাঁদের প্রতিদিনের কাজ।

advertisement

উল্লেখযোগ্য বিষয় হল সারাদিনের এতো লড়াইয়ের পরও তাঁরা ভোলেনি নিজস্ব সংস্কৃতি। সারাদিনের কঠিন পরিশ্রমের পর এই এলাকার আদিবাসী মহিলা এবং পুরুষরা প্রতিদিন বিকেলে এলাকার আদিবাসী ক্লাব প্রাঙ্গণে নিজেদের ধর্মীয় নাচ ও গানের চর্চা করেন। এভাবেই আর্থিক অনটনের মধ্যেও তাঁরা নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখছেন। মাদলের তালে ভেসে যেতে চান মানুষগুলো। এও এক লড়াই। তাঁদের মতে, নিজেদের সংস্কৃতি নিজেরা বাঁচিয়ে না রাখলে তা রক্ষা করার জন্য অন্য কেউ এগিয়ে আসবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিজস্ব সংস্কৃতি বাঁচাতে বিকেলে এক জায়গায় জড়ো হচ্ছেন নগেন্দ্রপুরের আদিবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল