আরও পড়ুন: হোমের প্রতিবন্ধী আবাসিকদের তৈরি রাখিতে এ কীসের বার্তা!
রোজগারের তাগিদে নগেন্দ্রপুরের পুরুষেরা ভিন রাজ্যে কাজে চলে যান। পেট চালাতে কঠিন লড়াই করতে হয় এই এলাকার আদিবাসী মহিলাদের। এখানকার আদিবাসী মহিলারা সকাল থেকে বেরিয়ে পড়েন সমুদ্র পাড়ে কিংবা জঙ্গলে। নদীতে জাল ফেলে মাছ ধরা, জঙ্গল থেকে কাঁকড়া ধরা, শুকনো জ্বালানি কাঠ ভেঙে আনা এই সব কিছুই তাঁদের প্রতিদিনের কাজ।
advertisement
উল্লেখযোগ্য বিষয় হল সারাদিনের এতো লড়াইয়ের পরও তাঁরা ভোলেনি নিজস্ব সংস্কৃতি। সারাদিনের কঠিন পরিশ্রমের পর এই এলাকার আদিবাসী মহিলা এবং পুরুষরা প্রতিদিন বিকেলে এলাকার আদিবাসী ক্লাব প্রাঙ্গণে নিজেদের ধর্মীয় নাচ ও গানের চর্চা করেন। এভাবেই আর্থিক অনটনের মধ্যেও তাঁরা নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখছেন। মাদলের তালে ভেসে যেতে চান মানুষগুলো। এও এক লড়াই। তাঁদের মতে, নিজেদের সংস্কৃতি নিজেরা বাঁচিয়ে না রাখলে তা রক্ষা করার জন্য অন্য কেউ এগিয়ে আসবে না।
নবাব মল্লিক