সব থেকে বেশি নজর কাড়ে যে জিনিসটি তা হল, প্রায় ২০ ফুট উঁচুতে তৈরি হয়েছে মাটি, খড়, বাঁশ দড়ি দিয়ে তৈরি উন্নত মানের বিভিন্ন ঘর, যা বিভিন্ন শহরের অট্টালিকাকে হার বানাবে। এ নিয়ে পার্কের উদ্যোক্তাদের পক্ষ থেকে শংকর হালদার জানান এই পার্কের সমস্ত ঘর মডেল হিসাবে তৈরি হয়েছে। যেহেতু সুন্দরবনের বিভিন্ন এলাকা ইয়াস, বুলবুল, আমফান সহ প্রাকৃতিক বিপর্যয়ে বারবার প্লাবিত হয়েছে, সেজন্য এই পার্কের ঘরগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা ২০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না, এমনকি জলের উচ্চতা বাড়লেও ঘরগুলিতে জল উঠবে না।
advertisement
আরও পড়ুন: বর্ষাকালে শুকোচ্ছে না জামা-কাপড়? এই পাঁচ উপায়ে ঝট করে শুকিয়ে নিন! জানুন
আরও পড়ুন:
এই ঘরে কোনও পেঁরেক ব্যবহার করা হয়নি। ঘরের ভিতরে সুন্দর-ভাবে সাজানো রয়েছে বিভিন্ন আসবাবপত্র, এমনকি মাটির ঘরে এসি ও বাদ যায়নি। তাদের উদ্দেশ্য, এই ঘরে শুধু কাউকে ভাড়া দিয়ে থাকতে দেওয়া নয়, ঘুর্ণিঝড় প্রতিরোধী এই মডেল কটেজ তৈরি করে তাঁরা সকলকে দেখাতে চাইছেন, যে কেবলমাত্র সুন্দরবনের মানুষ মাত্র ৩ লাখ টাকা খরচা করলে এমন বাড়ি বানিয়ে নির্ভয়ে থাকতে পারে। তাহলে আর দেরি কিসের ঘুরে আসুন মুক্তি পার্কে। তবে আপাতত এই পার্কেই রয়েছে এই ব্যবস্থা!
নবাব মল্লিক