TRENDING:

Travel: ২০০ কিমি গতিবেগের ঝড়েও ক্ষতি হবে না এই মাটির বাড়ির! সুন্দরবনের কাছেই রয়েছে এই পার্ক!

Last Updated:

Travel: ঘুরে আসুন সুন্দরবনের খুব কাছেই এই পার্ক। এখান থেকে সুন্দরবন মাত্র ৩০ মিনিটের ব্যবধান। চমকে যাবেন মাটির বাড়িতে থাকলে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: ঘুরে আসুন সুন্দরবনের খুব কাছেই মুক্তি পার্কে। এখান থেকে সুন্দরবন মাত্র ৩০ মিনিটের ব্যবধান। এই পার্কে পাওয়া যায় সমস্ত আধুনিক পরিষেবা। প্রবেশের জন্য দিতে হয় না কোনও মূল্য। নগেন্দ্রপুরের এই পর্যটন ক্ষেত্র বহু ঐতিহ্যবাহী জায়গাকে যে হার মানাবে সেটাই বলা বাহুল্য। মনি নদীর পাড়ে অবস্থিত মুক্তি পার্ক এখন সবার নজর কেড়েছে, এই পার্কে ঢুকতে গেলে কোনও টাকা লাগে না, এই পার্কে ঢুকলেই চোখে পড়বে নানান ফুলের বাগান।
advertisement

সব থেকে বেশি নজর কাড়ে যে জিনিসটি তা হল, প্রায় ২০ ফুট উঁচুতে তৈরি হয়েছে মাটি, খড়, বাঁশ দড়ি দিয়ে তৈরি উন্নত মানের বিভিন্ন ঘর, যা বিভিন্ন শহরের অট্টালিকাকে হার বানাবে। এ নিয়ে পার্কের উদ্যোক্তাদের পক্ষ থেকে শংকর হালদার জানান এই পার্কের সমস্ত ঘর মডেল হিসাবে তৈরি হয়েছে। যেহেতু সুন্দরবনের বিভিন্ন এলাকা ইয়াস, বুলবুল, আমফান সহ প্রাকৃতিক বিপর্যয়ে বারবার প্লাবিত হয়েছে, সেজন্য এই পার্কের ঘরগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা ২০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত হবে না, এমনকি জলের উচ্চতা বাড়লেও ঘরগুলিতে জল উঠবে না।

advertisement

আরও পড়ুন:  বর্ষাকালে শুকোচ্ছে না জামা-কাপড়? এই পাঁচ উপায়ে ঝট করে শুকিয়ে নিন! জানুন

আরও পড়ুন: 

View More

এই ঘরে কোনও পেঁরেক ব্যবহার করা হয়নি। ঘরের ভিতরে সুন্দর-ভাবে সাজানো রয়েছে বিভিন্ন আসবাবপত্র, এমনকি মাটির ঘরে এসি ও বাদ যায়নি। তাদের উদ্দেশ্য, এই ঘরে শুধু কাউকে ভাড়া দিয়ে থাকতে দেওয়া নয়, ঘুর্ণিঝড় প্রতিরোধী এই মডেল কটেজ তৈরি করে তাঁরা সকলকে দেখাতে চাইছেন,  যে  কেবলমাত্র সুন্দরবনের মানুষ মাত্র ৩ লাখ টাকা খরচা করলে এমন বাড়ি বানিয়ে নির্ভয়ে থাকতে পারে। তাহলে আর দেরি কিসের ঘুরে আসুন মুক্তি পার্কে। তবে আপাতত এই পার্কেই রয়েছে এই ব্যবস্থা!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Travel: ২০০ কিমি গতিবেগের ঝড়েও ক্ষতি হবে না এই মাটির বাড়ির! সুন্দরবনের কাছেই রয়েছে এই পার্ক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল