Monsoon Tips: বর্ষাকালে শুকোচ্ছে না জামা-কাপড়? এই পাঁচ উপায়ে ঝট করে শুকিয়ে নিন! জানুন
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Monsoon Tips: অনেকেই জানেন না যে, বর্ষাকালে কয়েকটি সহজ উপায়ের মাধ্যমে জামাকাপড় শুকনো করা সম্ভব, তাও ড্রায়ার ছাড়াই। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই সহজ ৫ উপায়।
বর্ষার মরশুমে বৃষ্টিতে জামাকাপড় ভিজে গেলেও, তা শুকনো করার কোনও উপায় থাকে না। এই সময় এক টানা বৃষ্টি হওয়ার ফলে রোদের দেখাও পাওয়া যায় না। এর ফলে ভিজে জামাকাপড় শুকনো করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু, অনেকেই জানেন না যে, বর্ষাকালে কয়েকটি সহজ উপায়ের মাধ্যমে জামাকাপড় শুকনো করা সম্ভব, তাও ড্রায়ার ছাড়াই। এক নজরে দেখে নেওয়া যাক তেমনই সহজ ৫ উপায় (photo Source collected )
advertisement
জামাকাপড়ের অতিরিক্ত জল -বর্ষাকালে জামাকাপড় শুকনো করার জন্য প্রথমেই তার মধ্যে থাকা অতিরিক্ত জল বের করে দিতে হবে। অর্থাৎ বর্ষাকালে জামাকাপড় ধুয়ে ফেলার পরে, তা ভাল করে নিংড়ে নিতে হবে, যাতে সেই জামাকাপড়ের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। ভাল করে নিংড়ে জামাকাপড় থেকে জল বের করে দিলে তা অনেকটাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে।(photo Source collected )
advertisement
ফ্যান বা হিটারের ব্যবহার - জামাকাপড় থেকে নিংড়ে জল বের করার পরে শুকিয়ে নিতে ফ্যান বা হিটার ব্যবহার করা যেতে পারে। বর্ষাকালে যেহেতু রোদের দেখা পাওয়া খুবই মুশকিল, তাই জামাকাপড় থেকে ভাল করে জল নিংড়ে নিয়ে তা ফ্যানের সামনে মেলে দেওয়া উচিত। এছাড়া একটি ঘরে হিটার চালিয়ে সেই ঘরে জামাকাপড় মেলে রাখা যেতে পারে। এর ফলে বর্ষাকালে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভিজে জামাকাপড়।(photo Source collected )
advertisement
হেয়ার ড্রায়ারের ব্যবহার - সাধারণত চুল শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা হয়। কিন্তু, বর্ষাকালে জামাকাপড় শুকিয়ে নেওয়ার জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। এর জন্য প্রথমেই জামাকাপড় ভাল করে নিংড়ে জল বের করে নিতে হবে। এরপর তা মেলে দিয়ে, তার সামনে হেয়ার ড্রায়ার চালিয়ে দিতে হবে। এর ফলে বর্ষাকালে তাড়াতাড়ি জামাকাপড় শুকিয়ে নেওয়া যাবে।(photo Source collected )
advertisement
advertisement