TRENDING:

South 24 Parganas News: ট্রমা কেয়ার সেন্টার হতে চলেছে বারুইপুর মহকুমা হাসপাতালে

Last Updated:

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বারুইপুর মহকুমা হাসপাতালকে ট্রমা কেয়ার সেন্টার করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ট্রমা কেয়ার সেন্টারে পরিণত হতে চলেছে বারুইপুর মহকুমা হাসপাতাল। রাজ্যের ১৫ টি হাসপাতালের সঙ্গেই দক্ষিণ ২৪ পরগনার একমাত্র এই হাসপাতাল‌ই ট্রমা কেয়ার সেন্টারের স্বীকৃতি পেতে চলেছে।
advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বারুইপুর মহকুমা হাসপাতালকে ট্রমা কেয়ার সেন্টার করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে। চলতি মাসের মধ্যেই এই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কতৃপক্ষকে। এই প্রসঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, লেভেল থ্রি বেসিক ট্রমা কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হবে বারুইপুর মহকুমা হাসপাতালকে। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ। এর জন্য দক্ষিণ ২৪ পরগনার এই হাসপাতালের কিছু পরিকাঠামোগত পরিবর্তন করা হবে বলেও তিনি জানান।

advertisement

আরও পড়ুন: আম বাগানের ভেতর থেকে চার ডাকাতকে ধরল পুলিশ

জানা গিয়েছে, বারুইপুর মহকুমা হাসপাতালের একতলায় পুরানো অপারেশন থিয়েটারের জায়গা গড়ে উঠবে এই ট্রমা কেয়ার সেন্টার। ১৫ টি শয্যা থাকবে। হাসপাতাল সূত্রে খবর, ২০২২ সাল থেকেই হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার গড়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। ডায়লোসিস সেন্টার, এমারজেন্সি চিকিৎসা সব‌ই বারুইপুর মহকুমা হাসপাতালে হচ্ছে। তাই হাসপাতাল কতৃপক্ষের মতে ট্রমা কেয়ার সেন্টার চালাতেও সমস্যা হবে না।

advertisement

View More

এই হাসপাতালের উপর নির্ভরশীল বারুইপুর, সুন্দরবনের জয়নগর, কুলতলি, মৈপীঠ থেকে শুরু করে সোনারপুর, বিষ্ণুপুর, মগরাহাট এলাকার কয়েক লক্ষ মানুষ। স্বাস্থ্য দফতরের ট্রমা কেয়ার সেন্টার গড়ার সিদ্ধান্তে খুশি বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা‌ও।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ট্রমা কেয়ার সেন্টার হতে চলেছে বারুইপুর মহকুমা হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল