বর্তমানে সুন্দরবনে কমপক্ষে ১০০টি বাঘ রয়েছে বলে রিপোর্টে জানিয়েছে বন দফতর। জঙ্গলের মধ্যে বসানো স্বয়ংক্রিয় ক্যামেরায় তোলা ছবি বিচার বিশ্লেষণ করে বাঘের এই সংখ্যা নির্ধারণ করেছেন বাঘ বিশেষজ্ঞরা। তাঁদের দাবি অনুযায়ী, এই ১০০টি বাঘ ক্যামেরার সামানে আসায় তাঁদের ছবি উঠেছে।
আরও পড়ুন: অলৌকিক? ৪৮ ঘণ্টায় গঙ্গার জলস্তর বাড়ল দেড় ফুট! বেনারসের গরমে এই ঘটনায় চাঞ্চল্য
advertisement
কিন্তু যে সমস্ত বাঘ ক্যামেরার সামনে আসেনি তাদের ছবি ওঠেনি। ফলে একটা বিষয় সম্পর্কে বন দফতর নিশ্চিত যে সুন্দরবনে বাঘের সংখ্যা ১০০-র বেশি থাকতেই পারে। ১০০-র কম নয়, সে বিষয়ে নিশ্চিত। এই গণনার মধ্যে অবশ্য ব্যাঘ্র শাবকদের হিসেব ধরা হয়নি বলেই জানিয়েছে বন দফতর।
২০১৮ সালে হওয়া অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানের রিপোর্ট অনুযায়ী, সুন্দরবনে ৮৫টি বাঘ ছিল। ২০২০-২০২১ বন দফতরের তরফে সুন্দরবনের জঙ্গলে ক্যামেরা বসিয়ে একই পদ্ধতিতে বাঘের ছবি তুলে গণনা করা হয়েছিল। সে বার ৯৬টি বাঘ মিলেছিল সুন্দরবনের জঙ্গলে। আর বিগত দু’বছরে সংখ্যাটা আরও বেড়েছে। এবার মোট ১১৪৬টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। সেই ক্যামেরায় ওঠা ছবি বাঘ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বিচার বিশ্লেষণ করে বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা নির্ধারণ করেছেন।
সঠিক সংরক্ষণের কারণেই সুন্দরবনে বিগত কয়েক বছরে বাঘের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন। বাঘের সংখ্যা বাড়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও।
সুমন সাহা