Varanasi Ganga water level rising: অলৌকিক? ৪৮ ঘণ্টায় গঙ্গার জলস্তর বাড়ল দেড় ফুট! বেনারসের গরমে এই ঘটনায় চাঞ্চল্য
- Published by:Teesta Barman
- local18
Last Updated:
Varanasi Ganga water level rising: প্রতি বছর মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে গঙ্গার জলস্তর কমে যায় এবং বালির টিলাও বেরিয়ে আসে। কিন্তু এ বছর এপ্রিলে গঙ্গার জলস্তর বাড়ছে।
বেনারস: ধর্মীয় নগরী কাশীতে আজকাল গঙ্গার জলস্তর বৃদ্ধি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গত দু’দিন ধরে বেনারসে গঙ্গার জলস্তর বাড়ছে। প্রতি বছর মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে গঙ্গার জলস্তর কমে যায় এবং বালির টিলাও বেরিয়ে আসে। মার্চ মাসে গঙ্গায় বালুর স্তূপের উত্থানের ছবিও প্রকাশ্যে এসেছিল। কিন্তু এ বছর এপ্রিলে গঙ্গার জলস্তর বাড়ছে। কেউ কেউ আবার এই ঘটনাকে অলৌকিক বলে দাবি করছেন।
যদিও এই ঘটনার নেপথ্য এবং বৈজ্ঞানিক কারণ হিসেবে বৃষ্টি বলেই মনে করছেন অনেকে। কিন্তু বহুদিন পর এমন ঘটনা ঘটেছে। বেনারসের ঘাটে কয়েক ইঞ্চি জল বেড়েছে।
advertisement
advertisement
অসি ঘাটের পুরোহিত বলরাম মিশ্র জানান, গঙ্গার জলস্তর কোথাও ২, কোথাও ৩ ধাপ বেড়েছে। জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তোড়ও বেড়েছে। দশাশ্বমেধ ঘাটের বাবু মহারাজ জানান, গত ৪৮ ঘণ্টায় গঙ্গার জলস্তর প্রায় দেড় ফুট বেড়েছে।
কেন্দ্রীয় জল কমিশনের মতে, বেনারসে গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণ হল পাহাড়ি এলাকায় বৃষ্টি। বেনারসে গঙ্গা ছাড়াও এর উপনদীগুলির জলস্তরও সামান্য বৃদ্ধি পেয়েছে। যদিও এর গতি খুবই কম। এটি যে আরও বাড়বে, এমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাম্প্রতিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতের একাধিক জায়গায়, বিশেষ করে পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 4:34 PM IST