Tips To Earn Huge Money: ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই ফুলের ব্যবসা শুরু করলেন যুবক, এখন মাসে রোজগার লাখ-লাখ টাকা

Last Updated:

অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এর লোভনীয় চাকরি ছেড়ে যুবক শুরু করলেন ফুলের ব্যবসা, তাতেই বিশাল মুনাফার মুখ দেখলেন

মুম্বই: এই প্রজন্ম সর্বক্ষণ ইঁদুর দৌড়ে! কম্পিটিশন, জোরদার কম্পিটিশন। পড়াশোনা শেষ করেই চাকরির খোঁজ। কেউ কেউ ১০-৫টার নিশ্চিন্ত চাকরিতে খুশি, কেউ বেছে নিচ্ছেন ঝুঁকির রাস্তা। যেমন, মহারাষ্ট্রের পালগরের বাসিন্দা প্রসাদ সাভে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এর লোভনীয় চাকরি ছেড়ে তিনি শুরু করলেন অর্কিড-এর ব্যবসা! আর তারপরই মালামাল! দুহাতে টাকা রোজগার করতে লাগলেন যুবক।
পালগড়ে প্রথম অর্কিড চাষ শুরু করেন প্রসাদ। মহারষ্ট্রের কেটখাদি গ্রামের দাহানু তালুকের বাসিন্দা প্রসাদ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। কিন্তু পড়াশোনা শেষ করে অন্য রাস্তা ধরলেন তিনি। তাঁর কাকার পেশা, ফুল চাষ। তাঁর ভাষায়, '' ব্যবসাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এর আগে পালগড়ে কেউ ফুলের চাষ করেনি।''
কিন্তু ভয় পাননি প্রসাদ। ঝুঁকিপূর্ণ পথেই হাঁটা শুরু করলেন। সাড়ে তিন বিঘা জমিতে শুরু করলেন অর্কির্ড চাষ। প্রথমদিকে ভারতের নানা জায়গা যেমন গোয়া, দিল্লি, কলকাতায় গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন, শিখে নেন অর্কিড চাষের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
ব্যাংকক থেকে অর্কিড ইমপোর্ট করতেন প্রসাদ। ২০১৯-এ এই ব্যবসা শুরু করেছিলেন, এখন পর্যন্ত প্রায় দেড় লাখ অর্কিড লাগিয়েছেন। তাঁর মতে, ভালই লাভ করছেন। এক-একটা অর্কিড স্টিকের দাম ২০-২৫ টাকা। মাসে প্রায় ৫০-৬০ হাজার অর্কিড গাছ বিক্রি হয়। তবেই বুঝুন! মাসে লক্ষাধিকের বেশি লাভ হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tips To Earn Huge Money: ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই ফুলের ব্যবসা শুরু করলেন যুবক, এখন মাসে রোজগার লাখ-লাখ টাকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement