মূলত ম্যানগ্রোভ গাছ রোপণ করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রতিবছর নিয়ম করে চলে এই গাছ রোপণের কাজ। এবছর বর্ষার আগেই এই গাছ রোপণ করা হবে আবারও। এই গাছ যাতে আর কোনোওভাবে নষ্ট না হয় সেদিকটি দেখা হচ্ছে।
আরও পড়ুন: কুলতলিতে চলছে সৃষ্টিশ্রী মেলা
নদীর চরে বসানো এই গাছ অনেকসময় গবাদি পশু নষ্ট করে ফেলে। গবাদিপশু যাতে এই ম্যানগ্রোভ গাছ নষ্ট না করে, সেজন্য জাল দিয়ে এই গাছ ঘিরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গাছ বড় হওয়ার আগেই যাতে জোয়ারের জলে বীজ ধুয়ে না যায় সেদিকটি লক্ষ রাখতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ধর্মঘটে স্কুলে আসেননি শিক্ষকরা! পঠনপাঠন শিকেয়! কৃষ্ণচন্দ্রপুরে ক্লাস নিলেন কারা?
এই সংক্রান্ত পরামর্শ নিয়ে পাথরপ্রতিমায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রজ্জাক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও সুন্দরবন নিয়ে কাজ করা একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।এই প্রশিক্ষণ শিবির থেকে ম্যানগ্রোভ গাছ রক্ষা করার যে সমস্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেগুলি গ্রুপ লিডাররা তাদের নিজ নিজ দলের সদস্যদের শেখাবেন। সেই সঙ্গে ম্যানগ্রোভ বাঁচলে কিভাবে সুন্দরবন রক্ষা পাবে সেই সংক্রান্ত প্রশিক্ষণ ও তাঁরা গ্রামবাসীদের দেবেন বলে খবর।
নবাব মল্লিক