South 24 Parganas News: কুলতলিতে চলছে সৃষ্টিশ্রী মেলা

Last Updated:

সৃষ্টিশ্রী মেলা রাজ্য সরকারের একটি প্রকল্প। চলবে টানা তিন দিন। পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের তৈরি জিনিসপত্র বিক্রির অন্যতম স্থান এই সৃষ্টিশ্রী মেলা।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: কুলতলিতে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। গোটা দক্ষিণ ২৪ পরগনার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই মেলা আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি নানান জিনিস এখানে বিক্রি করতে পারবেন।
সৃষ্টিশ্রী মেলা রাজ্য সরকারের একটি প্রকল্প। চলবে টানা তিন দিন। পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের তৈরি জিনিসপত্র বিক্রির অন্যতম স্থান এই সৃষ্টিশ্রী মেলা। কুলতলি সুন্দরবন চ্যারিটেবল ট্রাস্টের মাঠে শুরু হয়েছে সৃষ্টিশ্রী মেলা। আয়োজনের দায়িত্ব আছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। মেলা চলবে ১১ মার্চ পর্যন্ত।
advertisement
advertisement
জেলার প্রতিটি ব্লক থেকে একটি করে স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। কুলতলির এই মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পরিবহন দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, মহাকুমাশাসক সুমন পোদ্দার, কুলতলির বিডিও বীরেন্দ্র অধিকারী, স্থানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল সহ নানান স্বনামধন্য অতিথিরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুলতলিতে চলছে সৃষ্টিশ্রী মেলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement