South 24 Parganas News: তৃণমূলের দুই শিবিরের মধ্যে মারামারি, উত্তপ্ত কুলপি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
পঞ্চায়েত সদস্য শামসুদ্দিন মোল্লার সঙ্গে দলের অন্য গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। শামসুদ্দিন একসময় সিপিএম করতেন। পরে তৃণমূলে যোগ দেন। তখন থেকেই এই এলাকায় তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর লড়াইয়ের সূত্রপাত।
দক্ষিণ ২৪ পরগনা: শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল কুলপি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আগুন লাগিয়ে দেওয়া হয় খড়ের গাধা ও পশুর খোঁয়াড়ে। কুলপির চকতারা বৈদ্য গ্রামের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় আহত হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শামসুদ্দিন মোল্লা। তাঁকে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে গোষ্ঠীর তৃণমূল কর্মী ওমর ফারুক মোল্লাও এই সংঘর্ষে আহত হয়েছেন। তাঁকে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত সদস্য শামসুদ্দিন মোল্লার সঙ্গে দলের অন্য গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। শামসুদ্দিন একসময় সিপিএম করতেন। পরে তৃণমূলে যোগ দেন। তখন থেকেই এই এলাকায় তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর লড়াইয়ের সূত্রপাত। বৃহস্পতিবার সন্ধেয় গোপালনগর মোড়ে হঠাৎই পঞ্চায়েত সদস্য শামসুদ্দিন মোল্লাকে ৩০-৩৫ জন যুবক ঘিরে ধরে বাইক থেকে নামিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পাল্টা শামসুদ্দিন গোষ্ঠীর লোকজন দলের বিরোধী গোষ্ঠীর উপর হামলা চালায়। সেইসময়ই একজনের খড়ের গাদায় ও পশুর খোঁয়াড়ে আগুন লাগিয়ে দেয়। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ওই অগ্নিকাণ্ড থেকে বড় কোনও ক্ষতি হয়নি। এই আগুন লাগানোর ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এখনও চাপা উত্তেজনা আছে।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2023 5:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: তৃণমূলের দুই শিবিরের মধ্যে মারামারি, উত্তপ্ত কুলপি