ডায়মন্ডহারবার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ সৌমেন চন্দের বিরুদ্ধে একগাদা অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, অধ্যক্ষের মদতে ছাত্র সংসদের কাজে বহিরাগতরা হস্তক্ষেপ করছে। সেইসঙ্গে ছাত্র-ছাত্রীদের প্রতি অধ্যক্ষের আচরণ সঠিক নয় বলেও অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ডায়মন্ডহারবারের ফকিরচাঁদ কলেজ।
advertisement
গত কয়েকদিন কলেজে আসেননি অধ্যক্ষ। কিন্তু মঙ্গলবার তিনি কলেজে আসতেই আন্দোলনের ঝাঁঝ বাড়ে। প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। এরইমধ্যে ছাত্র সংসদের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এই তালা লাগানো নিয়ে নতুন করে শুরু হয় চাপানউতোর।
আরও পড়ুন: বইমেলায় পরিযায়ী পাখিদের নিয়ে মনোজ্ঞ আলোচনা সভা
বিক্ষোভকারী ছাত্ররা দাবি করে, অধ্যক্ষের নির্দেশেই ছাত্র সংসদের ঘরে তালা লাগানো হয়েছে। যদিও অধ্যক্ষ সেই কথা মানতে চাননি। এই গোটা বিক্ষোভ প্রসঙ্গে ডায়মন্ডহারবার ফকিরচাঁদ কলেজের অধ্যক্ষ সৌমেন চন্দ বলেন, "কলেজে নির্বাচিত কোনও ছাত্র সংসদ নেই। সেক্ষেত্র প্রশাসনিক ও রাজনৈতিক উচ্চস্তর থেকে কিছু প্রাক্তনীদের সাহায্য নিতে নির্দেশ এসেছিল। আমরা সেই নির্দেশ পালন করছি। কিন্তু কয়েকজন ছাত্র সংসদের দায়িত্ব পেতে আন্দোলন করছে।" অধ্যক্ষের দাবি আন্দোলনকারীদের মধ্যেও বহিরাগত আছে।
বিরোধীরা কটাক্ষ করে বলছে, এই বিক্ষোভ আসলে তৃণমূল ছাত্র পরিষদের দুটো গোষ্ঠীর বিবাদের ফল। কারা কলেজের নিয়ন্ত্রণ পাবে তা নিয়ে ঝামেলার জেরে কলেজের পঠন পাঠন লাটে ওঠার যোগাড় হয়েছে।
নবাব মল্লিক