East Bardhaman News: বইমেলায় পরিযায়ী পাখিদের নিয়ে মনোজ্ঞ আলোচনা সভা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বর্ধমান বইমেলায় আয়োজিত হল পরিযায়ী পাখিদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা
#পূর্ব বর্ধমান: বই শুধু কতগুলো পাতা নয়, তা আসলে আমাদের সচেতন ও শিক্ষিত করে তোলার দর্পণ। তাই বইমেলা মানে শুধু বই বিক্রির স্টল নয়। সেখানে হরেক বিষয়ে আলোচনা, তর্কবিতর্কর আসর বসবে এটাই স্বাভাবিক। বর্ধমান বইমেলাতেও সেই ছবি দেখা গেল। সেখানে পরিযায়ী পাখিদের সুরক্ষা নিয়ে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
৪৫ তম বইমেলা উপলক্ষে 'কাদম্বিনী' সংস্থার পরিচালনায় আলোচনা সভার আয়োজন। বিষয় 'পরিযায়ী পাখি সুরক্ষা ও সচেতনতা'। এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাণীপ্রেমিক ও প্রশিক্ষক অর্ণব দাস। ওই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয় পরিযায়ী পাখি সম্পর্কিত বিষয়গুলি। পরিযায়ী পাখি কী এবং তারা কোথা থেকে আসে, পরিবেশে এসে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা, তাদের জন্য উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করা, তাদের দিনযাপনের সময়সূচি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সাধারণ মানুষকে পরিযায়ী পাখিদের স্বভাব সম্পর্কে আরো সচেতন করে তোলা, চোরাশিকারীদের হাত থেকে পরিবেশের এই মহামূল্যবান সম্পদগুলিকে রক্ষা করার দায়িত্বের মত বিষয়গুলিও এই আলোচনায় উঠে আসে।
advertisement
advertisement
আলোচনা সভায় উপস্থিত কাদম্বিনী-র সদস্যরা বলেন, "একটা কথা আমাদের সর্বদা মাথায় রাখতে হবে, পরিযায়ী পাখিদের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তাই আমাদের উচিত পরিযায়ী পাখিদের আঘাত না করে তাদের রক্ষা করা।" শীতের দুপুরে মিঠে রোদে এরকম সচেতনতামূলক একটি আলোচনা সভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেককেই।
advertisement
মালবিকা বিশ্বাস
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 6:59 PM IST