North 24 Parganas News: বন দফতরের ফাঁদে পা দিয়ে ডুবল পাখি ব্যবসায়ীরা, এবার খেতে হবে জেলের ভাত!

Last Updated:

বন দফতরের ফাঁদে পা দিয়ে ধরা পড়ল দুই অবৈধ পাখি ব্যবসায়ী। ধৃতদের কাছ থেকে বিরল প্রজাতির বেশ কিছু পাখি উদ্ধার হয়েছে

+
ধৃত

ধৃত ২ পাখি ব্যবসায়ী

#উত্তর ২৪ পরগনা: বন দফতরের ফাঁদে পা দিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই অবৈধ পাখি ব্যবসায়ী। ৩০ টি বিরল প্রজাতির পাখি সহ তাদেরকে দক্ষিণেশ্বর এলাকা থেকে গ্রেফতার করেন বনকর্মীরা। পরে তাদের বারাসত রথতলার রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়।
বন দফতর সূত্রে খবর, ধৃত শেখ রফিকুল রহমান ও আব্দুল্লাহ মল্লিক দু'জনের কাছেই আলেকজান্ডার প্রজাতির টিয়া সহ বিভিন্ন পাখি পাওয়া গিয়েছে। এই ধরনের বিরল প্রজাতির পাখি বাড়িতে পোষা আইনত নিষিদ্ধ। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্রিডিং করিয়ে বিরল প্রজাতির পাখি বিক্রির অভিযোগ‌ও আছে। শুধু তাই নয়, এইসব বিরল প্রজাতির পাখির ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়েও বিক্রি করত বলেও জানা গিয়েছে। নিষিদ্ধ পাখি বিক্রি করার জন্য তারা একটি ইউটিউব চ্যানেলও খুলেছিল বলেই জানে গিয়ে। সেখানে ফোন নম্বর দিয়ে পাখি বিক্রির প্রচার করা হত।
advertisement
advertisement
ধৃত দু'জনের বাড়ি হুগলির হরিপালে। সোশ্যাল মিডিয়ার মারফত তাদের বিষয়ে একটি অভিযোগ আসে বন দফতরের বারাসত রেঞ্জ অফিসে। সেইমত বন দফতর তদন্তে নামে। এক্ষেত্রে বনকর্মীরা একটি চাল চালেন। তাঁরা ক্রেতা সেজে ওই দুই অবৈধ পাখি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। ধৃত শেখ রফিকুল ও আব্দুল্লাহ মল্লিক সেই ফাঁদে পা দিয়ে বনকর্মীদের পাখি কেনার জন্য দক্ষিণেশ্বরে আস্তে বলেন। সেখানেই হাতেনাতে দু'জনকে ধরে ফেলে বন দফতরের কর্মীরা। তাদের কাছ থেকে ৯ টি আলেকজান্ডার টিয়া পাখির বাচ্চা, ৪ টি বড় টিয়া এবং জাভা পাখি উদ্ধার হয়। বাচ্চা সহ মোট ৩০ টি পাখি উদ্ধার করে বন দফতর। এদের সঙ্গে আরও বড় কোনও চক্র যুক্ত থাকতে পারে বলে বন দফতরের অনুমান। হুগলি জেলায় তাদের বাড়িতেও তল্লাশি চালানো হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বন দফতরের ফাঁদে পা দিয়ে ডুবল পাখি ব্যবসায়ীরা, এবার খেতে হবে জেলের ভাত!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement