TRENDING:

South 24 Parganas News : 'দিদির দূতেরা' সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোয় সবার আগে পৌঁছবে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যব্যাপী মহাজনসংযোগ কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূল। তারই অংশ হিসেবে 'দিদির দূতেরা' সবার আগে পৌঁছবে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দক্ষিণ ২৪ পরগনা: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি 'দিদির সুরক্ষাকবচ' নামের এক কর্মসূচির কথা ঘোষণা করেছেন। যার অধীনে 'দিদির দূত' হয়ে তৃণমূল নেতাকর্মীরা রাজ্যজুড়ে পৌঁছে যাবে সাধারণ মানুষজনের বাড়িতে। এলাকার সমস্যা নিয়ে তাঁরা খোঁজখবর নেবেন স্থানীয়দের কাছ থেকে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। সমগ্র রাজ‍্যের সঙ্গে তাল মিলিয়ে সুন্দরবন অঞ্চলের পাথরপ্রতিমাতেও শুরু হবে এই কর্মসূচি। এখানকার প্রত্যন্ত গ্রাম ও দ্বীপগুলিতে পৌঁছে যাবেন দিদির দূতেরা।
দিদির দূত
দিদির দূত
advertisement

দিদির সুরক্ষাকবচ কর্মসূচি শুরুর আগে পাথরপ্রতিমার ১৫ টি অঞ্চলের দলীয় নেতাকর্মীদের নিয়ে রামগঙ্গাতে এক বৈঠক করলেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। ওই বৈঠক শেষে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে জানান, পাথরপ্রতিমা ব্লক বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপের সমাহারে গড়ে উঠেছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এটি অন্যতম। তা সত্ত্বেও তৃণমূল কর্মীদের প্রতিটি দ্বীপের, প্রতিটি মানুষের বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সমীর কুমার জানা জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: বাড়ির মধ্যে বিড়ির গোডাউন! হঠাৎ আগুনে ছড়াল আতঙ্ক

দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত এই দুই কর্মসূচি শুরু করার জন‍্য জি-প্লট, রামগঙ্গা, শ্রীধরনগর, অচিন্তনগর, ব্রজবল্লভপুরকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এগুলি পাথরপ্রতিমার সবচেয়ে প্রত‍্যন্ত এলাকা। এই দ্বীপগুলির সাধারণ মানুষজনের অভাব অভিযোগ শোনার পরই বাকি ১০ টি অঞ্চলেও ধাপে ধাপে এই কর্মসূচি পালন করা হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিপুল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালন করার জন‍্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পাথরপ্রতিমার বিধায়ক। সেই সঙ্গে আবাস যোজনার তালিকা থেকে প্রকৃত প্রাপক কার‌ওর নাম বাদ গেলে তাকে বাংলা আবাস যোজনার ঘরের তালিকার জন‍্য বিবেচনা করা হবে বলে‌ও তিনি জানান।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : 'দিদির দূতেরা' সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপগুলোয় সবার আগে পৌঁছবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল