দিদির সুরক্ষাকবচ কর্মসূচি শুরুর আগে পাথরপ্রতিমার ১৫ টি অঞ্চলের দলীয় নেতাকর্মীদের নিয়ে রামগঙ্গাতে এক বৈঠক করলেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। ওই বৈঠক শেষে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে জানান, পাথরপ্রতিমা ব্লক বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপের সমাহারে গড়ে উঠেছে। রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে এটি অন্যতম। তা সত্ত্বেও তৃণমূল কর্মীদের প্রতিটি দ্বীপের, প্রতিটি মানুষের বাড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সমীর কুমার জানা জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: বাড়ির মধ্যে বিড়ির গোডাউন! হঠাৎ আগুনে ছড়াল আতঙ্ক
দিদির সুরক্ষাকবচ ও দিদির দূত এই দুই কর্মসূচি শুরু করার জন্য জি-প্লট, রামগঙ্গা, শ্রীধরনগর, অচিন্তনগর, ব্রজবল্লভপুরকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। এগুলি পাথরপ্রতিমার সবচেয়ে প্রত্যন্ত এলাকা। এই দ্বীপগুলির সাধারণ মানুষজনের অভাব অভিযোগ শোনার পরই বাকি ১০ টি অঞ্চলেও ধাপে ধাপে এই কর্মসূচি পালন করা হবে বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিপুল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে পালন করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পাথরপ্রতিমার বিধায়ক। সেই সঙ্গে আবাস যোজনার তালিকা থেকে প্রকৃত প্রাপক কারওর নাম বাদ গেলে তাকে বাংলা আবাস যোজনার ঘরের তালিকার জন্য বিবেচনা করা হবে বলেও তিনি জানান।
নবাব মল্লিক