Purulia News : বাড়ির মধ্যে বিড়ির গোডাউন! হঠাৎ আগুনে ছড়াল আতঙ্ক

Last Updated:

রেসিডেন্সিয়াল এলাকা মানে সাধারণ মানুষের বসতবাড়ি আছে সেই জায়গায় গড়ে উঠেছিল বিড়ির গোডাউন! হঠাৎ আগুন লেগে ছারখার হয়ে গেল সব কিছু।

+
বিড়ির

বিড়ির গোডাউন

#পুরুলিয়া: ছুটির বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল পুরুলিয়ার মানুষ। রবিবার বিকেলে এই ভয়াবহ ঘটনা ঘটে ঝালদায়। একটি বিড়ির গোডাউনে আগুন লেগেছিল। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।
রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়কের উপর রবিবার বিকেলে ঝালদার ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতেই ছিল একটি সংস্থার বিড়ির গোডাউন। এলাকাটি জনবহুল হ‌ওয়ায় অন্যান্য বাড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আর তাতেই আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। স্থানীয় সূত্রের খবর, ওই গোডাউনে বাঁধা বিড়ির পাশাপাশি প্রচুর পরিমাণে তামাক পাতা মজুত করা ছিল, ফলে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলে আশঙ্কা তৈরি হয়।
advertisement
advertisement
স্থানীয়রা দ্রুত দমকলে খবর দেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। তারা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ করে। দমকলকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে বাড়ির মালিক প্রবীর ব্যানার্জি বলেন, ব্যবসার জন্য বাড়ির কিছু ঘর বিড়ির গোডাউন হিসেবে একজনকে ভাড়া দেওয়া হয়েছিল। কীভাবে এই আগুন লাগল তা বুঝতে পারছেন না। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় কেউ আহত হননি। দমকল বিষয়টি নিয়ে তাদের মত করে তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখছে আদৌ ওই গোডাউনের বৈধ অনুমতি ছিল কিনা। স্থানীয়দের অভিযোগ, রেসিডেন্সিয়াল এলাকায় অবৈধভাবে বিড়ির মতো দাহ্য বস্তুর গোডাউনের জন্য ওই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। এর জন্য সঠিক অনুমতি নেওয়া হয়নি।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : বাড়ির মধ্যে বিড়ির গোডাউন! হঠাৎ আগুনে ছড়াল আতঙ্ক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement