যদিও বেগমপুর পঞ্চায়েতের প্রধান রেখা সরদার বলেন, কাজ শুরু হয়েছিল কিন্তু তা এখনো শেষ হয়নি। যেহেতু বারুইপুর পঞ্চায়েত সমিতি কাজটা করছে তাই যা উত্তর দেওয়ার তারাই দেবেন। যদিও কাজ শেষের ফলকের বিষয়ে তিনি কিছু বলতে চাননি। এদিকে, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস বলেন, খোঁজ নিয়ে দেখব।
কামরা তেঁতুলিয়া এলাকার রাস্তায় এক জায়গায় ফলকে দেওয়া শিবতলা থেকে শচীন নস্করের বাড়ি পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে রাস্তা সারাই ও পাইলিং করতে। যা চলতি বছরের ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হয়েছে ১৮ নভেম্বর।
advertisement
আবার আর একটি জায়গায় ফলক বসিয়ে দেখানো হয়েছে সনৎ নস্করের বাড়ি থেকে ছোট পোল ক্লাব পর্যন্ত রাস্তা পঞ্চদশ অর্থ কমিশন থেকে দেড় লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সারাই ও পাইলিং এর কাজ শেষ হয়েছে ১৮ নভেম্বর। বাসিন্দারা বলেন, বেশ কিছু জায়গায় শুধু রাস্তা সারাই ও পাইলিং এর খরচ দেখানো হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। এত বেহাল রাস্তা, চলাচল করা যাচ্ছে না।
আরও পড়ুন: Purulia News: বন আইন চালু ও বনাঞ্চল রক্ষার দাবিতে আদিবাসীদের গণ ডেপুটেশন
লক্ষাধিক টাকা খরচের নামে দুর্নীতি করা হয়েছে। উত্তর পূড়ির বটগাছ থেকে কামরা বামনের দোকান পর্যন্ত গোটা রাস্তাই বেহাল হয়ে পড়ে আছে বছরের পর বছর বলে অভিযোগস্থানীয়দের।
সুমন সাহা