সমগ্র দেশে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য অংশের সঙ্গে রাজ্যের কোভিড হাসপাতালগুলি চিহ্নিত করে প্রস্তুতি সেরে রেখেছে প্রশাসন। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে দিন দিন জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শিশুদের ভিড় বাড়ছে। বেশিরভাগ শিশু অ্যাডিনো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। ফলে আতঙ্ক বাড়ছে।
advertisement
হাসপাতালের শিশু বিভাগের বেডের তুলনায় দ্বিগুণ শিশুকে ভর্তি রাখতে হচ্ছে। গত এক মাসের বেশি সময় ধরে বেড়েছে এই ভর্তির হার। বেডের সংখ্যা বাড়াতে অন্য ওয়ার্ডেও ভর্তি রাখতে হচ্ছে শিশুদের।
আরও পড়ুন: ৪৩ ডিগ্রির দাবদাহে নতুন বছরে আচমকা বড় বদল আবহাওয়ায়! কবে বৃষ্টি? রইল জেলার ওয়েদার আপডেট
স্থান সঙ্কুলানের পাশাপাশি উপযুক্ত পরিকাঠামো না থাকায় রেফার করতে হচ্ছে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ বা কলকাতার হাসপাতালে। এ নিয়ে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিশ্বাস বেড অপ্রতুলতার কথা স্বীকার করে নিয়েছেন। কম সংখ্যায় হলেও রেফার করতে হচ্ছে বলে জানান তিনি। তবে মৃত্যু সংখ্যা খুব কম বলে জানিয়েছেন।
কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে শিশুদের জন্য রয়েছে ৪৮টি বেড। যদিও সেই বেডে ৭০-এর বেশি সংখ্যক শিশু ভর্তি হচ্ছে। মাসে সেই সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১০০০-এর কাছাকাছি। অনেককে আবার দিতে হচ্ছে অক্সিজেন। এই পরিস্থিতি চলতে থাকলে আগামীতে ভয়াবহ দিন আসতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।
নবাব মল্লিক