গুরুতর জখম অবস্থায় গৃহবধূ পারুলি শেখকে পরিবারের লোকজন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। আহত গৃহবধূ এখন পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন : কদমা তৈরি করবেন কীভাবে? জানালেন ৪৬২ বছর প্রাচীণ ময়নার রাসমেলার মিষ্টি ব্যবসায়ীরা
আরও পড়ুন : বিশ্বের প্রথম কৃত্রিম রক্তদানের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু! প্রস্তুতি চলবে ল্য়াবেই
advertisement
এ ব্যাপারে আহত গৃহবধূ পারুলি শেখ এর দিদি হালিমা লস্কর জানান, "আমার বোনকে প্রথমে বিয়ে করে নুর আলম মোল্লা। তাঁকে মিথ্যে বদনাম দিয়ে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করে। আমার বোন দু-বছর আমার বাড়িতে ছিল। তারপর আমি একটা ভালো ছেলে দেখে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই। হঠাৎ আমার বোনের প্রথম স্বামী এসে ওর পেটে ছুরি মারে। তারপর ওকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি আমরা।" তবে এ ব্যাপারে পারুলি শেখ (আহত গৃহবধূ) জানান, "দু'বছর আমার ওঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমি নতুনভাবে সংসার করছি কিন্তু হঠাৎ ও আমাকে এভাবে ছুরি মারবে আমি ভেবে উঠতে পারছি না। কী কারণে মারল? কেনই বা মারল আমি তো ওঁর কোনও ক্ষতি করিনি। আমি এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে বলেছি কেন মারল? কী জন্য মারল?এর সঠিক বিচার হোক।" পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
সুমন সাহা