আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হবে? শুনলে গায়ে কাঁটা দেবে
সেখানে সিলিন্ডার নিয়ে যাওয়ার ক্ষেত্রে এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেক সময় দেখা গিয়েছে লঞ্চের ছাদে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডার নীচে থাকছেন শতাধিক যাত্রী। নৌকাতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারও থাকেন। সেই জন্য এই অঞ্চলের যাত্রীদের অভিযোগ যদি মাঝনদীতে গ্যাস সিলিন্ডার থেকে কোনও রকম দুর্ঘটনা ঘটে, তাহলে যে কোনও সময় বড় বিপদ ঘটতে পারে।
advertisement
আরও পড়ুন: মানিকতলায় জিতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের, কুণালকে দায়িত্ব দিল দল
এ বিষয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজবাহাদুর সিং বলেন, “গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়া বারণ রয়েছে, তা সত্ত্বেও এই ভাবে চলছে। কিছুজন এই কাজ করছে। প্রশাসনকে জানানো হয়েছে অতিসত্বর সকলকে ডেকে ব্যবস্থা নেওয়া হবে”। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।