West Bengal bypolls Results: মানিকতলায় জিতেই বড় সিদ্ধান্ত তৃণমূলের, কুণালকে দায়িত্ব দিল দল
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
WB bypolls Results 2024: উপনির্বাচনের ফল বেরোনোর পরে দেখা গেল মানিকতলা নিজেদের দখলেই রাখল তৃণমূল। উপনির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রে জযেৈর পিছনে যে কোর কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা বলাই বাহুল্য।
কলকাতা: ২০১১ সাল থেকে মানিকতলা বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। সাধন পাণ্ডের মৃত্যুর পরে আইনি জটে বেশ কিছু দিন থমকে ছিল মানিকতলার উপনির্বাচন। পরে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে মানিকতলা বিধানসভা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করে তৃণমূল।
শুধু তাই নয়, মানিকতলাকে নিজেদের দখলে রাখতে চার সদস্যের কোর কমিটিও গড়া হয় শাসকদলের পক্ষ থেকে, সেই কমিটি গড়ে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যেই কমিটির প্রধান ছিলেন কুণাল ঘোষ। অবশেষে উপনির্বাচনের ফল বেরোনোর পরে দেখা গেল মানিকতলা নিজেদের দখলেই রাখল তৃণমূল। উপনির্বাচনে মানিকতলা বিধানসভা কেন্দ্রে জয়ের পিছনে যে কোর কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা বলাই বাহুল্য।
advertisement
advertisement
তাই উপনির্বাচনে জযের পরেও সেই কমিটি পুনঃবহাল থাকছে মানিকতলায়। সূত্রের খবর মাণিকতলার নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডেকে কাজে সাহায্য করবে এই কমিটি। আগের মতোই কুণাল ঘোষ কোর কমিটির মাথায় থাকছেন। শুধু তাই নয়, তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, মানিকতলার কোর কমিটি আপাতত পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত কাজ করবে, নতুন বিধায়ককে কাজে সাহায্য করবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2024 4:41 PM IST









