গতকাল সাগরের মিশনমোড়ের কাছে বেপরোয়া গতিতে যাওয়া একটি অটো উল্টো মৃত্যু হয় পাঁচ বছরের সৌমিলি জানার। আশঙ্কাজনক অবস্থায় মৃত শিশুর মা মিঠু জানা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ চরমে ওঠে সাগরদ্বীপবাসীর।
আরও পড়ুন: দিঘায় বেড়াতে গিয়ে ভয়ানক ঘটনার সম্মুখীন পর্যটকরা! প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে, কী ঘটেছে
advertisement
আরও পড়ুন: টহলরত পুলিশের গাড়ির সামনেই চিতাবাঘ! গাড়ির লাইট জ্বালিয়ে ভিডিও...তারপর! দেখুন ভিডিও
সকাল সাড়ে ১০টা নাগাদ নাগরিক কমিটির ডাকে সৌমিলির ছবি নিয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। তারপর বেআইনি অটো, টোটো ও ম্যাজিক কার বন্ধের দাবিতে প্রতিবাদসভা আয়োজিত হয়। সভার পাশাপাশি পথ অবরোধ করেন নাগরিক কমিটির সদস্যরা। পুলিশ এসে বেআইনি যান বন্ধের প্রতিশ্রুতি দিলে পরে অবরোধ ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাগরদ্বীপজুড়ে বেআইনি অটো, টোটো, ম্যাজিক কারের দাপট। পুলিশ সবকিছু দেখেও চুপ থাকে। যার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা লেগে থাকে। মৃত্যুও হয়। গত কয়েক মাসে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ না করে আগামী দিনে আর বড় আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান নাগরিক কমিটির সদস্য অভিজিৎ সিনহা।
বিশ্বজিৎ হালদার