দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠের বৌদ্ধ মন্দিরে একটি অনুষ্ঠানে এই ধর্মমতের প্রবক্তা তথাগত অর্থাৎ গৌতম বুদ্ধের মূর্তি তুলে দেওয়া হয় অনুসারীদের হাতে। নিমপীঠ বৌদ্ধ বিহারে মোট ১১১ টি বুদ্ধ মুর্তি দান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা গগন মালিক, প্রদীপ কুমার বড়ুয়া, সত্যানন্দ বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা সত্যানন্দ মহাথের, রতন মহাথের, অরুণ জ্যোতি মহাথের সহ আরও অনেকে। অভিনেতা গগন মালিক এই অনুষ্ঠানে তাঁর আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন। জানান, বুদ্ধের আদর্শে অনুপ্রাণিত মানুষদের হাতে তিনি আগামীতেও বুদ্ধমূর্তি তুলে দেবেন। এমন ৮৪ হাজার মানুষের হাতে গৌতম বুদ্ধের মূর্তি তুলে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন অভিনেতা।
advertisement
আরও পড়ুন: উদ্বোধনের পর থেকে একজনও চিকিৎসক আসেননি এই স্বাস্থ্য কেন্দ্রে!
গগন মালিক জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২০ হাজার বুদ্ধ ভক্তের হাতে মূর্তি তুলে দেওয়া হয়েছে। বাকিদের হাতেও খুব শীঘ্রই মূর্তি তুলে দেওয়া হবে বলে তিনি জানান। গৌতম বুদ্ধের বাণী প্রচার করার জন্যই এই মূর্তি তুলে দেওয়া হচ্ছে।
সুমন সাহা