আরও পড়ুন: পুকুর কাটা মাটি বেআইনিভাবে পাচারের অভিযোগ গ্রামবাসীদের
গত কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারনে গঙ্গাসাগরের সমুদ্রতট প্রতিনিয়ত ভাঙছে। প্রতিবছর ক্রমে ছোট হয়ে আসছে গঙ্গাসাগর সাগরতট। সমুদ্রতটের এই ভাঙনে বিপদের মুখে পড়ে কপিলমুনি আশ্রমও। গঙ্গাসাগর মেলার আগে থেকে এই ভাঙন ঠেকাতে উদ্যোগী হয় দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন। প্রাথমিকভাবে ঠিক হয় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের ২ নম্বর ঘাটের কাছে বসানো হবে এই টেট্রাপড। বর্তমানে টেট্রাপড দিয়ে এই সমুদ্রের ভাঙন ঠেকাতে প্রাথমিক কাজ শুরু করেছে সেচ দফতর।
advertisement
মূলত সাগরের ২ নম্বর স্নানঘাটের দু’দিকে এই কাজ করা হবে। কারণ সারা বছর এই স্নানঘাটেই বেশি ভিড় থাকে। আপাতত ২ নম্বর ঘাটের দু'দিকে মোট ৪৫০ মিটারে এই টেট্রাপড ফেলা হবে। প্রাথমিকভাবে এই টেট্রাপড ফেলার কারণে ২ নম্বর স্নানঘাটে পূণ্যার্থীদের সাময়িক অসুবিধা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেজন্য তাদেরকে ৩ অথবা ৪ নম্বর ঘাটের দিকে স্নান করতে অনুরোধ করেছেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল। সবকিছু ঠিক থাকলে আগামী গঙ্গাসাগর মেলার আগে সাগরতটে এই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।
নবাব মল্লিক