সোমবার গঙ্গাজল ভর্তি ঘড়া হাতে শোভাযাত্রা করে আসেন এক হাজার মহিলা। শান্তিপীঠ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। গ্রামের মানুষদের বহু দিনের ইচ্ছেকে মান্যতা দিয়ে এলাকাবাসীর সহায়তাতেই বহড়ু ক্ষেত্রগ্রাম পঞ্চায়েতের কামদেবনগরে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই মন্দির। সোমবার সেখানেই মহিলাদের আনা গঙ্গাজল দিয়ে ধুয়ে গোটা মন্দির পরিশুদ্ধ করা হয়। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে দু'দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
advertisement
আরও পড়ুন: ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরি রাস্তা এক বছরের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে
মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের স্বামী ইষ্টশানন্দজী মহারাজ, বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান স্নেহাশিস নাইয়া, উপপ্রধান মুজিবুর রহমান লস্কর, সমাজসেবী সুবল মণ্ডল, মায়াহাউড়ি পঞ্চায়েত সদস্য পার্থ গায়েন সহ আরও অনেকে। হোম-যজ্ঞ সহকারে বহু ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পুজো অর্চনা চলে। এই উপলক্ষে সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য, পারমিতা পাল। আগত শ্রোতারা মনোময় ভট্টাচার্যের গানে মুগ্ধ হন। শেষ দিনে স্বাস্থ্য শিবির, শীতবস্ত্র বিতরণ, যাত্রা সহ একাধিক অনুষ্ঠান আছে।
মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি সহ আরও অনেকে। শান্তিপীঠ মন্দিরে মূলত কালী ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি শিবও এখানে পূজিত হবেন।
সুমন সাহা