এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৬০০-এর একটু বেশি। কিন্তু দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। পর্যাপ্ত পরিমাণ জলের যোগান না থাকায় অসুবিধায় পড়তে হত শিক্ষক-শিক্ষিকাদেরও। মিড ডে মিলের রান্না থেকে শুরু করে স্কুলের বাথরুমেও পর্যাপ্ত পরিমাণে না জল থাকত না। এই পরিস্থিতিতে জলের সমস্যা সমাধান করার জন্য অভিনব উদ্যোগ নিলেন উত্তর রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বৃষ্টির জলকে প্রথমে রিজার্ভারের ধরে রাখছেন। তারপর সেই জলকে পরিশুদ্ধ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঋতুস্রাব নিয়ে চিন্তার দিন শেষ, এবার থেকে স্কুলেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন
এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা, সকলেরই জলকষ্ট অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, "দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল। সে কথা আমরা মাথায় রেখে একটি অভিনব উদ্যোগ নিয়েছি। বৃষ্টির জলকে সঞ্চয় করে সেই জলকে পুনরায় বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী করে তুলছি। বৃষ্টির জল স্কুলের ছাদে পড়লে সেই জলকে পাইপের মাধ্যমে রিজার্ভারে সঞ্চয় করা হয়। এরপর সেই জল স্কুলের নানান কাজে ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন হাইস্কুলে এইরকম ব্যবস্থা আমরা দেখেছি। সেই থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে এমন একটা উদ্যোগ নিয়েছি।"
সুমন সাহা