South 24 Parganas News: ঋতুস্রাব নিয়ে চিন্তার দিন শেষ, এবার থেকে স্কুলেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন

Last Updated:

ছাত্রীদের ঋতুস্রাবের অসুবিধার কথা মাথায় রেখে এবার স্কুলে বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। যেখান থেকে বিনামূল্যেই স্যানিটারি ন্যাপকিন পাবে ছাত্রীরা

+
ভেন্ডিং

ভেন্ডিং মেশিন

দক্ষিণ ২৪ পরগনা: ঋতুস্রাবের সময় স্কুল ছাত্রীদের আর চিন্তা নেই। তাঁদের অস্বস্তি কাটিয়ে এবার তাদের মুখে ফুটবে হাসি। কারণ স্কুলেই বসছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। দক্ষিণ ২৪ পরগনার কুলপির করঞ্জলী বালিকা বিদ‍্যালয়ে এই স‍্যানিটারি ন‍্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে ছাত্রীদের ডেমো দেখানো হয়েছে।
স্কুল কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে এই ভেন্ডিং মেশিন থেকে সম্পূর্ণ বিনামূল‍্যে ন‍্যাপকিন পাওয়া যাবে। আর তা জেনে খুশি ছাত্রীরা। তবে শুধু করঞ্জলী বালিকা বিদ‍্যালয় নয়, প্রাথমিকভাবে ঠিক হয়েছে কুলপির ২০ টি স্কুলকে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দেওয়া হবে। ইতিমধ্যে করঞ্জলী বালিকা বিদ‍্যালয়ের ছাত্রীদের সেই ভেন্ডিং মেশিনের ডেমো দেখানো হয়েছে। এই মেশিন কীভাবে কাজ করবে তা নিয়ে ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
এই প্রশিক্ষণ শিবির উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা। এই ভেন্ডিং মেশিনের প্রশিক্ষণ পর্ব শেষ হলে ধাপে ধাপে সমস্ত স্কুলে এই মেশিনগুলি বসানো হবে।
advertisement
প্রাথমিকভাবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর জন্য গার্লস স্কুলগুলিকে বেছে নেওয়া হয়েছে। এর পরবর্তী ধাপে কো-এড হাইস্কুলগুলিতেও বসানো হবে এই মেশিন। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন সময় দেখা গিয়েছে পিরিয়ড চলাকালীন স‍্যনিটারি ন‍্যাপকিন না থাকার কারণে বহু ছাত্রীকে মাঝপথে স্কুল বন্ধ করে বাড়ি ফিরতে হয়। ফলে পড়াশোনায় অসুবিধা হয় তাদের। সেই অসুবিধা দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঋতুস্রাব নিয়ে চিন্তার দিন শেষ, এবার থেকে স্কুলেই পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement