Nadia News: কুকুর ভালবাসেন? তাহলে এই ডগ শো আপনার অবশ্যই পছন্দ হবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ সীমান্তে বিএসএফ আয়োজন করল বিশেষ ডগ শো। যা দেখতে ভিড় করল অসংখ্য মানুষ
নদিয়া: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত রক্ষী বাহিনীর আয়োজনে হল ডগ শো। বৃহস্পতিবার সরস্বতী পুজোর পাশাপাশি গোটা দেশজুড়ে পালন করা হয়েছে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশজুড়ে সেনাবাহিনী তাদের নানা কলাকৌশল প্রদর্শন করে। দেশের রাজধানী দিল্লি হোক কিংবা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, প্রতিটি জায়গাতেই গোটা রাজপথজুড়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে নানান কলাকৌশল প্রদর্শন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবেই সেনাবাহিনীতে থাকা সারমেয়দের নিয়ে আয়োজিত হয় ডগ শো। ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি আধা সামরিক বাহিনীগুলিও একইরকমভাবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করে। ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে-তে এমনই এক ডগ শো আয়োজিত হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
সেনাবাহিনীর মত বিএসএফেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরেরা থাকে। এই সমস্ত কুকুরদের প্রতিনিয়ত ট্রেনিং দেওয়া হয়। বিশেষত কুকুরের ঘ্রাণ শক্তির দ্বারা বিস্ফোরক উদ্ধার করা, অপরাধীকে শনাক্ত করা কিংবা বিভিন্ন সুরক্ষিত স্থানে তাদের প্রহরীর কাজ কাজে লাগানো হয়। মানুষের মতই বুদ্ধিমান এবং কর্মদক্ষতা থাকে এই প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়দের।
advertisement
advertisement
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তের গেদে এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর এই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে নিয়ে আয়োজিত হয় ডগ শো। যা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় করেন। সীমান্ত রক্ষী বাহিনীর ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে বিএসএফের প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন বিদেশী প্রজাতির কুকুরেরা অংশগ্রহণ করেছিল।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 9:04 PM IST