কলকাতায় যখন বিজেপির শিক্ষক সেলের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে বিকাশ ভবন অভিযান চলছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারের তৃণমূল প্রাথমিক এবং হাইস্কুল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার বেলা দশটা থেকে ডায়মন্ড হারবার সরিষা ২৪৬ বাসস্ট্যান্ডে রবীন্দ্র-নজরুল স্ট্যাচুর পাদদেশে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। এই অবস্থান বিক্ষোভে ডায়মন্ড হারবার এক ও দু’নম্বর ব্লকে শতাধিক প্রাথমিক ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যোগ দেন।
advertisement
আরও পড়ুন: প্রবল ঝড়ে লন্ডভন্ড সব! ধ্বংস হল শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের কত দরিদ্রের ঘর
সন্ধ্যা পর্যন্ত এই বিক্ষোভ-সমাবেশ চলবে। সিবিআই তদন্তের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার সমস্ত দিন এই অবস্থান বিক্ষোভ চলার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
নবাব মল্লিক