Viral Video: ট্র্যাক্টর নেই তো কী! সাইকেল তো আছে! দু’চাকার যানের মাধ্যমেই জমি চাষ করে পথ দেখাচ্ছেন বিহারের কৃষক!

Last Updated:

নজির গড়লেন বিহারের সহরসা জেলার কৃষক দীনেশ কুমার যাদব। এমনকী তাঁকে দেখে শিখছেন আশপাশের জমির কৃষকরাও।

পটনা: কাজ করতে গেলে নানা সমস্যা এসেই থাকে। আর সেই সমস্যাগুলি পিছনে ফেলে এগিয়ে গিয়ে কাজ সম্পূর্ণ করাটাই আসল সাফল্য। প্রয়োজন হলে এর জন্য নতুন নতুন পন্থারও উদ্ভাবন করে থাকে বহু মানুষ। তেমনই এক কাজ করে রীতিমতো নজির গড়লেন বিহারের সহরসা জেলার কৃষক দীনেশ কুমার যাদব। এমনকী, তাঁকে দেখে শিখছেন আশপাশের জমির কৃষকরাও।
কিন্তু কী এমন করেছেন দীনেশ? আসলে ওই জেলার সৌরবাজার ব্লক এলাকার বৈজনাথপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীনেশের নিজের জমি চাষ করার জন্য প্রয়োজন হয় ট্র্যাক্টরের। এর জন্য ঘুরতে হয় ট্র্যাক্টর মালিকদের দোরগোড়ায়। তাই এই সমস্যা দূর করার জন্য মাত্র ৩০০০ টাকা খরচ করে এক দুর্দান্ত উপায় বার করেন দীনেশ। সাইকেলের মাধ্যমেই ট্র্যাক্টর সমস্যার সমাধান করেন তিনি। অর্থাৎ একটি সাইকেলকে কাজে লাগিয়েই জমি চাষ করে দৃষ্টান্ত গড়ছেন ওই কৃষক।
advertisement
advertisement
দীনেশের ২-৩টি ছোট জমি আছে। যার মাপ ২ থেকে ৭ কাঠা। এই জমি কর্ষণ করানোর জন্য বারবার ট্র্যাক্টর মালিকদের দ্বারস্থ হচ্ছিলেন তিনি। কিন্তু জমি দূরে হওয়ায় কোনও ট্র্যাক্টর মালিকই জমি চাষ করতে রাজি হননি। বহু অনুরোধেও কাজ হয়নি। অবশেষে উপায়ান্তর না দেখে নিজেই বুদ্ধি বার করেন দীনেশ। বাড়িতে এক দিন বাবার কিনে রাখা ভাঙা লাঙলের উপর নজর পড়ে তাঁর। এটা দেখেই মাথায় বুদ্ধি খেলে যায়। সাইকেলের সঙ্গে লাঙল জুড়েই সমস্যার সমাধান করার চেষ্টা করেন। এর জন্য বাজার থেকে সাইকেলের সামনের চাকা-সহ সামনের দিকের অংশ, প্যাডেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনেন ১৫০০ টাকায়। এর পর মেক্যানিকের সাহায্যে তৈরি করে ফেলেন সাইকেল লাঙল।
advertisement
এই প্রসঙ্গে দীনেশের বক্তব্য, “এর মাধ্যমে এক জন সকালে দুই ঘণ্টায় ৪-৫ কাঠা জমি চষে ফেলতে পারে। তবে এটা টানতে একটু বেশিই জোর দিতে হয়। ফলে এর মাধ্যমে সকালের ব্যায়ামটাও হয়ে যায়।”
advertisement
আশপাশের জমির কৃষকরাও দীনেশের এই অভিনব লাঙল দিয়ে জমি চাষ করা দেখেছেন। এখন তাঁরাও এই ধরনের লাঙল তৈরি করতে চাইছেন। এঁদের মধ্যে রয়েছেন কৃষক অজয় যাদব। তিনি বলেন যে, তাঁর একটি ছোট্ট জমি আছে। যেটা চাষ করার জন্য ট্র্যাক্টর পাওয়া যাচ্ছে না। এই কারণে তিনি বেশ বিরক্তই হয়েছিলেন। এর পর তিনিও দীনেশের পথে হেঁটেই সাইকেলের মাধ্যমেই জমিতে হাল টানছেন। এতে শুধু যে টাকা সাশ্রয় হচ্ছে, তা নয়। সেই সঙ্গে ট্র্যাক্টরের তুলনায় আরও ভাল ভাবে জমি চাষ করা যাচ্ছে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ট্র্যাক্টর নেই তো কী! সাইকেল তো আছে! দু’চাকার যানের মাধ্যমেই জমি চাষ করে পথ দেখাচ্ছেন বিহারের কৃষক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement