Jeetendra's love for White: অল-হোয়াইট লুকের জাদুতে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছিলেন, কেন সবসময়ে সাদা পরতেন জিতেন্দ্র?

Last Updated:
Reason Behind Jeetendra’s Love For White Outfits: আসলে অল-হোয়াইট লুকেই রুপোলি পর্দায় ম্যাজিক করতেন জিতেন্দ্র। এমনকী এই স্টাইল বেছে নেওয়ার জন্য তিনি তাঁর সমসাময়িক তারকাদের থেকেও আলাদা হয়ে উঠেছিলেন।
1/6
ষাটের দশক থেকে নব্বইয়ের দশক - একটা দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময় ধরে রুপোলি পর্দায় রাজত্ব করেছেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। সেই সময় তিনি পর্দায় এলেই ছড়িয়ে পড়ত ফ্যাশন আর স্টাইলের জাদু। আসলে অল-হোয়াইট লুকেই রুপোলি পর্দায় ম্যাজিক করতেন জিতেন্দ্র। এমনকী এই স্টাইল বেছে নেওয়ার জন্য তিনি তাঁর সমসাময়িক তারকাদের থেকেও আলাদা হয়ে উঠেছিলেন।
ষাটের দশক থেকে নব্বইয়ের দশক - একটা দীর্ঘ সময়। আর এই দীর্ঘ সময় ধরে রুপোলি পর্দায় রাজত্ব করেছেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। সেই সময় তিনি পর্দায় এলেই ছড়িয়ে পড়ত ফ্যাশন আর স্টাইলের জাদু। আসলে অল-হোয়াইট লুকেই রুপোলি পর্দায় ম্যাজিক করতেন জিতেন্দ্র। এমনকী এই স্টাইল বেছে নেওয়ার জন্য তিনি তাঁর সমসাময়িক তারকাদের থেকেও আলাদা হয়ে উঠেছিলেন।
advertisement
2/6
 কিন্তু কেন সব সময় অল-হোয়াইট লুকে পর্দায় দেখা যেত তাঁকে? এটাও একটা রহস্য! এই প্রশ্ন বোধহয় অনুরাগীদের মনে বরাবরই ছিল। এক বার ভক্তদের কৌতূহল নিরসন করেছিলেন খোদ অভিনেতা! আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।
কিন্তু কেন সব সময় অল-হোয়াইট লুকে পর্দায় দেখা যেত তাঁকে? এটাও একটা রহস্য! এই প্রশ্ন বোধহয় অনুরাগীদের মনে বরাবরই ছিল। এক বার ভক্তদের কৌতূহল নিরসন করেছিলেন খোদ অভিনেতা! আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
3/6
বলিউডি ছবিতে অল হোয়াইট লুকেই বেশির ভাগ সময় দেখা যেত জিতেন্দ্রকে। এই যেমন ১৯৮৩ সালে জিতেন্দ্র অভিনীত ‘হিম্মতওয়ালা’ ছবির কথাই ধরা যাক। ওই ছবির একটি গানে সাদা টি-শার্ট আর সাদা জিন্স পরে নাচতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এর আগেও অবশ্য ধরা দিয়েছেন অল-হোয়াইট লুকে। ১৯৭০ সালে ‘হামজোলি’ ছবিতে সাদা টার্টল-নেক শার্টের সঙ্গে টিম-আপ করেছিলেন সাদা রঙা জিন্স। আর ফ্যাশনে সাদার দাপট দেখে কাত হয়েছিলেন ভক্তরাও!
বলিউডি ছবিতে অল হোয়াইট লুকেই বেশির ভাগ সময় দেখা যেত জিতেন্দ্রকে। এই যেমন ১৯৮৩ সালে জিতেন্দ্র অভিনীত ‘হিম্মতওয়ালা’ ছবির কথাই ধরা যাক। ওই ছবির একটি গানে সাদা টি-শার্ট আর সাদা জিন্স পরে নাচতে দেখা গিয়েছিল অভিনেতাকে। এর আগেও অবশ্য ধরা দিয়েছেন অল-হোয়াইট লুকে। ১৯৭০ সালে ‘হামজোলি’ ছবিতে সাদা টার্টল-নেক শার্টের সঙ্গে টিম-আপ করেছিলেন সাদা রঙা জিন্স। আর ফ্যাশনে সাদার দাপট দেখে কাত হয়েছিলেন ভক্তরাও!
advertisement
4/6
 বলাই বাহুল্য যে, এই দুই ছবিই সুপারহিট হয়েছিল আর অল-হোয়াইটে ফ্যাশন দুনিয়ায় যেন নতুন করে বিপ্লব এনেছিলেন জিতেন্দ্র!প্রায় ছয় দশক ধরে বক্স অফিসে শতাধিক হিট দিয়ে গিয়েছেন তিনি। অথচ অধিকাংশ ছবিতেই সুদর্শন এই অভিনেতাকে দেখা যেত সাদা কিংবা হালকা রঙা পোশাকে। এটা নিয়ে জল্পনাও ছিল।
বলাই বাহুল্য যে, এই দুই ছবিই সুপারহিট হয়েছিল আর অল-হোয়াইটে ফ্যাশন দুনিয়ায় যেন নতুন করে বিপ্লব এনেছিলেন জিতেন্দ্র!প্রায় ছয় দশক ধরে বক্স অফিসে শতাধিক হিট দিয়ে গিয়েছেন তিনি। অথচ অধিকাংশ ছবিতেই সুদর্শন এই অভিনেতাকে দেখা যেত সাদা কিংবা হালকা রঙা পোশাকে। এটা নিয়ে জল্পনাও ছিল।
advertisement
5/6
সংবাদমাধ্যমের রিপোর্টে এক বার দাবি করা হয়েছিল যে, নিজেকে ফিট দেখানোর জন্যই বোধহয় সাদা পোশাক বেছে নেন জিতেন্দ্র। কিন্তু ফিটনেসের সঙ্গে সাদা কিংবা হালকা রঙের কী সম্পর্ক? ২০২১ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর বক্তব্য, যে সময় তিনি বলিউডে পা রেখেছিলেন, সেই সময় ইন্ডাস্ট্রিতে তেমন ফ্যাশন ডিজাইনার ছিলেন না। ফলে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের পছন্দ মতোই পোশাক বেছে নিতেন। তিনিও এর ব্যতিক্রম ছিলেন না।
সংবাদমাধ্যমের রিপোর্টে এক বার দাবি করা হয়েছিল যে, নিজেকে ফিট দেখানোর জন্যই বোধহয় সাদা পোশাক বেছে নেন জিতেন্দ্র। কিন্তু ফিটনেসের সঙ্গে সাদা কিংবা হালকা রঙের কী সম্পর্ক? ২০২১ সালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর বক্তব্য, যে সময় তিনি বলিউডে পা রেখেছিলেন, সেই সময় ইন্ডাস্ট্রিতে তেমন ফ্যাশন ডিজাইনার ছিলেন না। ফলে অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের পছন্দ মতোই পোশাক বেছে নিতেন। তিনিও এর ব্যতিক্রম ছিলেন না।
advertisement
6/6
জিতেন্দ্র আরও বলেন, এক বার কেউ এক জন জানিয়েছিলেন যে, সাদা পরলে তাঁকে আরও ফিট বলে মনে হয়। এর পর থেকে সাদা পোশাকই বেশি করে পরতে থাকেন তিনি। এর পাশাপাশি ফ্যাশন টিপসও শেয়ার করেছিলেন অভিনেতা। তিনি বলেন যে, রঙিন পোশাক পরলে একটু বেঁটে লাগে। তবে হালকা রঙের পোশাক পরলে বেশ লম্বা বলে মনে হয়। এটা তাঁর সাদা পরার আরও একটা কারণ। এখানেই শেষ নয়, সাদা আবার অভিনেতার প্রিয় রঙও বটে! ফলে সব মিলিয়ে এক সময় অল-হোয়াইট লুকই বেছে নিয়েছিলেন জিতেন্দ্র। যা তাঁকে একটা আলাদাই পরিচিতি দিয়েছে।
জিতেন্দ্র আরও বলেন, এক বার কেউ এক জন জানিয়েছিলেন যে, সাদা পরলে তাঁকে আরও ফিট বলে মনে হয়। এর পর থেকে সাদা পোশাকই বেশি করে পরতে থাকেন তিনি। এর পাশাপাশি ফ্যাশন টিপসও শেয়ার করেছিলেন অভিনেতা। তিনি বলেন যে, রঙিন পোশাক পরলে একটু বেঁটে লাগে। তবে হালকা রঙের পোশাক পরলে বেশ লম্বা বলে মনে হয়। এটা তাঁর সাদা পরার আরও একটা কারণ। এখানেই শেষ নয়, সাদা আবার অভিনেতার প্রিয় রঙও বটে! ফলে সব মিলিয়ে এক সময় অল-হোয়াইট লুকই বেছে নিয়েছিলেন জিতেন্দ্র। যা তাঁকে একটা আলাদাই পরিচিতি দিয়েছে।
advertisement
advertisement
advertisement