কার্ড দেওয়ার জন্য উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। রাজ্যের মানুষজনের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে এই স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। যার মাধ্যমে চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে এই কার্ডের মাধ্যমে পরিষেবা পায় সাধারণ মানুষজন। এই কার্ডের চাহিদা বর্তমানে প্রবল।
আরও পড়ুনঃ আরও পড়তে চাই! হাত ধরে খুদে পড়ুয়ারা নামল রাস্তায়! পথ অবরোধে দাঁড়িয়ে গেল গাড়ি-বাস
advertisement
বিভিন্ন সময়ে দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে এই কার্ডের জন্য আবেদন করে থাকেন স্থানীয় মানুষজন। সেরকমই একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল সাগরের রুদ্রনগরে। এই ক্যাম্পেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিল শতাধিক স্থানীয় বাসিন্দা। জরুরি ভিত্তিতে ৫১৬ জনকে এই কার্ড দেওয়া হয়। কার্ড তৈরি করতে ১ মিনিটেরও কম সময় লেগেছে। সাগর বিডিও অফিসের এই অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সকলের।
এ দিন উপস্থিত ছিলেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা আগে থেকেই সাধারণ মানুষজন পেত। তবে এ বার জরুরি ভিত্তিতে সাগরে ৫১৬ জনকে এই কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড তৈরির জন্য টেকনিশিয়ানরা বায়োমেট্রক্কস নিয়ে সমস্ত তথ্য দিয়ে নির্ভুলভাবে দ্রুত কার্ড তৈরি করে তাদের হাতে পৌঁছে দিয়েছে।
নবাব মল্লিক