North 24 Parganas News|| আরও পড়তে চাই! হাত ধরে খুদে পড়ুয়ারা নামল রাস্তায়! পথ অবরোধে দাঁড়িয়ে গেল গাড়ি-বাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
উত্তর ২৪ পরগনা জেলায় বরানগর, বনগাঁ এবং অশোকনগরে তিনটি স্কুল শুরু হয়, যাতে প্রায় সব মিলিয়ে প্রায় ২০০০ পড়ুয়া পড়াশোনা করছিল
#বারাসাত: মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৮ সালে শুরু হয়েছিল রাজ্য শিক্ষা সংসদের অধীনে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনার জন্য ইংরেজি মাধ্যম স্কুল। যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তানও ইংরাজি মাধ্যমে পড়াশোনার সুযোগ পায়।
উত্তর ২৪ পরগনা জেলায় বরানগর, বনগাঁ এবং অশোকনগরে তিনটি স্কুল শুরু হয়, যাতে প্রায় সব মিলিয়ে প্রায় ২০০০ পড়ুয়া পড়াশোনা করছিল। ভর্তির সময় বলা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়ে যাবে তাঁরা। কিন্তু বর্তমানে যারা চতুর্থ শ্রেণির পড়ুয়া, তাদের পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ বছরের প্রথম দিন ঘুরতে যাবেন? গন্তব্য হোক কলকাতার অদূরে নিরিবিলি এই সমুদ্র সৈকত
আর তাই আজ বৃহস্পতিবার নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ও উচ্চ শ্রেণিতে উত্তীর্ণ করার দাবি নিয়ে রাস্তায় নেমে রীতিমতো পথ অবরোধ করে খুদে পড়ুয়ারা। একে অপরের হাত ধরে প্ল্যাকার্ড হাতে চিৎকার করে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করে। যা দেখে রাস্তায় দাঁড়িয়ে যায় যানবাহন। বিন্দুমাত্র কেউ প্রতিবাদ করেনি রাস্তা আটকে যাওয়ায়। প্রায় ৩০ মিনিট রাস্তা অবরুদ্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন। তারাও খুদেদের দাবি শোনেন। পরে অভিভাবকদের সঙ্গেও কথা বলেন প্রশাসনের আধিকারিকেরা। সমস্যার বিষয়ে জেনে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান হয় পুলিশের তরফ থেকে।
advertisement
advertisement
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক-সহ শিক্ষা মন্ত্রী পর্যন্ত আবেদন পৌঁছেছে বলেই জানিয়েছেন স্কুলের পরিচালন কমিটির সদস্য। তবে অবিলম্বে এই ছাত্র-ছাত্রীদের উচ্চ শ্রেণিতে উত্তীর্ণ না করলে পরবর্তীতে আরও দীর্ঘ আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেজানিয়েছেন অভিভাবকরা।
এ দিন কল্যাণগড় সংস্কৃত সংঘের প্রায় ৫০ জন পড়ুয়া জিরাট রোড বাইপাসের কল্যাণগড় মোড় প্রায় ৩০ মিনিটের ধরে অবরুদ্ধ করে রাখে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে স্বাভাবিক হয় যান চলাচল।
advertisement
রুদ্র নারায়ন রায়
Location :
First Published :
December 29, 2022 5:21 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News|| আরও পড়তে চাই! হাত ধরে খুদে পড়ুয়ারা নামল রাস্তায়! পথ অবরোধে দাঁড়িয়ে গেল গাড়ি-বাস