এছাড়াও লাগাতার সমীক্ষা চালানোর মাধ্যমে তুলে আনা হবে একাধিক তথ্য। এলাকার ভাষা, লোকসংস্কৃতি, ইতিহাস নিয়েও কাজ করবে এই সুন্দরবন গবেষণা কেন্দ্র। নদীবাঁধের ভাঙন, বনাঞ্চল হ্রাস পাওয়ার ঘটনা, প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের ক্ষতির পরিমাণ সহ একাধিক কাজ করবে এই সুন্দরবন চর্চা কেন্দ্র। এরফলে সুন্দরবনের অনেক অজানা তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এ নিয়ে ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহিদুর রহমান জানান, সুন্দরবন চর্চা কেন্দ্র ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন উদ্যোগ।
advertisement
আরও পড়ুনঃ কাকার ইঁটের হামলায় আক্রান্ত এক কলেজ পড়ুয়া!
নতুন উদ্যোগগুলির মধ্যে চর্চা করা হবে ভারতীয় ভাষা এবং সংস্কৃতি, বিপর্যয় মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা ও সুন্দরবনের উপর গবেষণা। সুন্দরবনের পশুপাখি, গাছ, নদীবাঁধ, প্রাকৃতিক বিপর্যয়ের হার সহ একাধিক বিষয় নিয়ে নিবিড় গবেষণা করা হবে। এর সঙ্গে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনের জীবিকা নিয়ে গবেষণা করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করা হবে। এই ধরণের ব্যাপক আকারের উদ্যোগ এলাকায় প্রথম বলে জানিয়েছেন তিনি।
Nawab Mallick