রাষ্ট্রপ্রধানদের হাতে মধু তুলে দেওয়ায় উৎসাহিত হয়েছেন সুন্দরবনের মৌলেরা। জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করেন তাঁরা। গত কয়েক বছরে সেই মধু সংগ্রহ করে কয়েকটি যৌথ বন পরিচালন কমিটি মিলে কোঅপারেটিভের মাধ্যমে মধুকে পরিশোধিত করে ‘বনফুল’ নাম দিয়ে বাজারজাত করার পদক্ষেপ করেছে বন দফতর। সেই ‘বনফুল’ই উপহার পেলেন রাষ্ট্রপ্রধানেরা।
advertisement
বনফুল অ্যাগ্রো প্রোডাকশন কোম্পানির অন্যতম সদস্য দীপক মণ্ডল বলেন, “এটি আমাদের বাড়তি উৎসাহ জোগাবে। আমাদের এই মধুর চাহিদা আরও বাড়বে।” দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের ডিএফও মিলনকান্তি মণ্ডল বলেন, “এটি সত্যিই সাফল্যের কাহিনি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে একটি কোঅপারেটিভের মাধ্যমে উৎপন্ন বনফুল বিভিন্ন দেশের কাছে পৌঁছে গিয়েছে রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে।”
আরও পড়ুন: দারুণ সুখবর! বিমানবন্দরের মতো হবে দেশের রেলস্টেশন! কোন কোন শহর থাকছে প্রথম তিনে
বেশ কয়েক দশক ধরে সুন্দরবনের মধু বিশ্বখ্যাতি অর্জন করেছে। বন দফতরের তত্ত্বাবধানে উৎকৃষ্ট পরিমাণের মধু তৈরি করা হচ্ছে। সুন্দরবনের গর্ব শুধু রয়েল বেঙ্গল টাইগার নয়। এখন সুন্দরবনের মধুর খ্যাতিও বিশ্ব জুড়ে ছড়িয়ে গেল।
সুমন সাহা