TRENDING:

South 24 Parganas News: সুন্দরবনে নৌকাডুবি, উদ্ধার চারজন

Last Updated:

নৌকাটি সাগরের গেঁওখালি থেকে ইট বোঝাই করে নিয়ে আসছিল নামখানার বাগডাঙায়। সেখানে নদীবাঁধ নির্মানের কাজ চলছে। সেই কাজের জন্যই ইট আসছিল। কিন্তু আনোয়ারা নামের ওই নৌকাটি তীরের কাছাকাছি এসে ব্লকে ধাক্কা মারে‌‌। এর ফলে নৌকার পাটাতন ছিদ্র হয়ে যায়। সেখান থেকে জল ঢুকতে শুরু করে। বেগতিক বুঝে নৌকার মাঝি নৌকা থেকে ঝাঁপ মেরে সাঁতরে পাড়ে ওঠেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মৌসুনি দ্বীপের কাছে নৌকাডুবি। এখানকার বটতলা নদীতে ইট বোঝাই একটি নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকায় থাকা মাঝিমল্লা সকলেই নদীতে গিয়ে পড়েন। তবে অন্য নৌকার মাঝিদের তৎপরতায় ডুবে যাওয়া নৌকায় থাকা চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement

স্থানীয় সূত্রে খবর, নৌকাটি সাগরের গেঁওখালি থেকে ইট বোঝাই করে নিয়ে আসছিল নামখানার বাগডাঙায়। সেখানে নদীবাঁধ নির্মানের কাজ চলছে। সেই কাজের জন্যই ইট আসছিল। কিন্তু আনোয়ারা নামের ওই নৌকাটি তীরের কাছাকাছি এসে ব্লকে ধাক্কা মারে‌‌। এর ফলে নৌকার পাটাতন ছিদ্র হয়ে যায়। সেখান থেকে জল ঢুকতে শুরু করে। বেগতিক বুঝে নৌকার মাঝি নৌকা থেকে ঝাঁপ মেরে সাঁতরে পাড়ে ওঠেন।

advertisement

আরও পড়ুন: এক বছর ধরে খারাপ হয়ে পড়ে নলকূপ, তীব্র জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা

তীরের খুব কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটায় আশেপাশের অন্যান্য নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ওই ডুবন্ত নৌকার মাঝি সহ নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের উদ্ধার করেন।

View More

ডুবন্ত নৌকায় বাঁধের কাজের জন্য প্রয়োজনীয় ইট থাকায় সেটিকে পাড়ে তোলার চেষ্টা করা হচ্ছে‌। জোয়ারের জল আরও বাড়লে নৌকাটিকে টেনে পাড়ের দিকে সরিয়ে আনার পরিকল্পনা আছে। এরপর ভাটার সময় সেই নৌকা থেকে ইট নামানোর কাজ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনে নৌকাডুবি, উদ্ধার চারজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল