South 24 Parganas News: এক বছর ধরে খারাপ হয়ে পড়ে নলকূপ, তীব্র জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা

Last Updated:

গত বছরের গরমের সময় চন্দনপিড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এই নলকূপটি খারাপ হয়ে যায়। তারপর থেকে সেই অবস্থাতেই আছে। আর নলকূপটিকে সারানো হয়নি। আবারও গরমকাল এসে পড়ল বলে।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: একবছর ধরে খারাপ হয়ে পড়ে আছে নলকূপ। সেটি সারানোর দিকে কারোর নজর নেই। এর ফলে ব্যাপক অসুবিধায় পড়েছেন নামখানার উত্তর চন্দনপিড়ির গ্রামবাসীরা। তাঁরা তীব্র জলসঙ্কট ভুগছেন।
গত বছরের গরমের সময় চন্দনপিড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এই নলকূপটি খারাপ হয়ে যায়। তারপর থেকে সেই অবস্থাতেই আছে। আর নলকূপটিকে সারানো হয়নি। আবারও গরমকাল এসে পড়ল বলে। সেই সময়‌ও এই নলকূপ খারাপ থাকলে পানীয় জলের সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনার এই গ্রামের মানুষের দাবি, ইতিমধ্যেই পানীয় জলের স্তর অনেকটাই কমে গিয়েছে। গ্রামের দুটি নলকূপ‌ই খারাপ থাকায় তাঁরা পানীয় জল ঠিক করে পাচ্ছেন না। স্কুলের মিড ডে মিলের রান্নার জল‌ই হোক, আর গ্রামবাসীদের পানের জল, সবই আনতে যেতে হচ্ছে বহু দূর।
দূর থেকে মিড ডে মিল রান্নার জল আনতে হ‌ওয়ায় ছাত্র-ছাত্রীদের খেতে দিতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, এই নলকূপ সারানোর জন্য একাধিকবার পঞ্চায়েতকে বলা হয়েছে কিন্তু কোন‌ও কাজ হয়নি।
advertisement
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের বক্তব্য, গোটা এলাকাতেই নলকূপের একটা সমস্যা আছে। দ্রুত সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এক বছর ধরে খারাপ হয়ে পড়ে নলকূপ, তীব্র জলকষ্টে ভুগছেন গ্রামবাসীরা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement