প্রথম দিন সকলে এসে উপস্থিত হন গদখালীতে। সেখান থেকে লঞ্চে করে সজনেখালি। সেখানে পাখি উৎসবে অংশগ্রহণকারী সকল ফটোগ্রাফারদেরকে বুঝিয়ে দেওয়া হয় কীভাবে তারা পাখি উৎসবের ছবি সংগ্রহ করবেন। এই উৎসবে অংশ নিয়ে পাখির ছবি তোলার জন্য প্রত্যেক ফটোগ্রাফারকে দশ হাজার টাকা করে দিতে হচ্ছে। সজনেখালীতে বন দফতর ও ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা উপস্থিত থেকে কোন কোন পাখির ছবি তোলা যাবে এবং কোন কোন বন্যপ্রাণীর ছবি সংগ্রহ করা নিষিদ্ধ তা ভালো করে বুঝিয়ে দেন।
advertisement
আরও পড়ুন: সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়া হল প্রসূতিকে! থেকে বাধ্য হয়ে ভর্তি হতে হল নার্সিংহোমে
মূলত সুন্দরবনের যে সমস্ত এলাকায় সব থেকে বেশি পাখি উপস্থিত হয়, সেই সব দ্বীপগুলোতেই উপস্থিত থাকবেন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফাররা। পাখির ছবি সংগ্রহ করার পর সেগুলির একটি করে কপি ব্যাঘ্র প্রকল্পের সংগ্রহশালায় রাখা হবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, এখানে প্রতিবছর দেশ-বিদেশে থেকে বহু পাখি এসে হাজির হয় শীতের মরশুমে। ইতিমধ্যেই বেশ কিছু বিরল প্রজাতির পাখির ছবি সংগ্রহ করেছেন উৎসবে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা। সুন্দরবনে এই প্রথম পাখি উৎসব হচ্ছে। তাই এই পাখি উৎসবকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ পাখিপ্রেমীদের মধ্যে।
সুমন সাহা