এই অতিরিক্ত অর্থ কেনো নেওয়া হবে এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের দাবি অনেক ছাত্রছাত্রীদের পরিবার এককালীন এই টাকা দিতে অপারগ। আর এ নিয়ে বেলা থেকে অভবিভাবকদের বড় অংশ নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ হাইস্কুলের শিক্ষকদের ঘেরাও করে রাখে। স্কুলে উত্তেজনা চরমে ওঠে। সন্ধ্যা গড়ালেও শিক্ষকদের ঘেরাও করে রাখে ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা।
আরও পড়ুনঃ ভেঙে পড়েছে মাটির বাড়ি! সন্তান নিয়ে আশ্রয় অন্যের বারান্দায়!
advertisement
এরপর গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ গিয়ে শিক্ষকদের বাড়ি ফেরান। ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তারা। এই অতিরিক্ত টাকা তিন মাসের কোচিং এর জন্য নেওয়া হয়েছে বলে দাবি করছেন শিক্ষকরা। যদিও এই দাবি মানতে নারাজ ছাত্রছাত্রীরা। কেনো এই অতিরিক্ত অর্থ নেওয়া হবে তার সদুত্তর দিতে না পারলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
Nawab Mallick