কয়েক বছর ধরে করোনা মহামারীর কারণে গঙ্গাসাগর মেলায় সেই অর্থে পূর্ন্যাথি ছিল না বলেই চলে। এই বছর উপছে পড়বে ভিড়। লক্ষাধিক মানুষের সমাগম হবে । মেলাকে মাথায় রেখে একাধিক বৈঠক হয়ে গিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে। একাধিকবার জেলার আধিকারিকগণ প্রস্তুতি খতিয়ে দেখছেন। সাগর মেলায় আসা পূর্ন্যাথীদের জন্য চিকিৎসা পরিষেবায় কোনও প্রকার খামতি রাখতে চাইছে না জেলা স্বাস্থ্য দফতর। অসুস্থ রোগীদের সাহার্যার্থে এবার থাকছে ঢালাও চিকিৎসা পরিষেবা। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএওএইচ ডা: জয়ন্ত কুমার সুকুল জানান, এ বার সাগর মেলা যে অন্যান্য মেলার থেকে আলাদা হতে চলেছে তার প্রমাণ পাওয়া গিয়েছিল আগেই।
advertisement
এ বার স্বাস্থ্য পরিষেবার জোর দেওয়া হবে সর্বাধিক এমনি জানা গিয়েছে। ৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে সাগর মেলা উপলক্ষে ১০৩ জন মেডিক্যাল অফিসার উপস্থিত থাকবেন মেলার বিভিন্ন জায়গায়। এর মধ্যে ১৮ জন থাকছেন স্পেশালিস্ট চিকিৎসক। এছাড়াও প্রয়োজনে অন্যান্য স্বাস্থ্য জেলা থেকে আনা হবে অতিরিক্ত চিকিৎসক। সাগর মেলার ৫টি পয়েন্টে থাকছে বিশেষ স্বাস্থ্যকেন্দ্র। লট নং ৮, কচুবেড়িয়া, নারায়ণপুর পিএইচসি, বেনুবন, সাগর মেলা গ্রাউন্ডে থাকবে এই কেন্দ্রগুলি।
আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
এবারেই প্রথম শিশুদের জন্য থাকছে বিশেষ ইউনিট। ৫০ শয্যার এই ইউনিট শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহার করা হবে।এছাড়াও গুরুতর অসুস্থ রোগীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। থাকছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এছাড়াও সংক্রামক রোগীদের জন্য থাকছে ৬০ শয্যার আইসোলেশান ওয়ার্ড।
এছাড়াও সংলগ্ন কাকদ্বীপ, ডায়মন্ডহারবার সহ একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালে সাগর মেলার তীর্থযাত্রীদের জন্য আলাদাভাবে বেড সংরক্ষণ থাকবে। এছাড়াও ডায়মন্ডহারবার থেকে মেলা গ্রাউন্ড পর্যন্ত রাস্তার পাশে একাধিক জায়গায় থাকবে ফার্স্ট এইড ব্যবস্থা। থাকছে এয়ার লিফটের সুবিধাও। সবমিলিয়ে এবার সাগর মেলায় থাকবে চিকিৎসার ঢালাও পরিকাঠামো। ইতিমধ্যে জেলাশাসক সুমিত গুপ্তা বেশ কয়েক বার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগরের গিয়েছেন৷ বেশ কয়েকবার বৈঠকও করেছেন।
গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। পুণ্যার্থীদের বিভিন্ন ব্যবস্থাপনা খতিয়ে দেখার পাশাপাশি কোনওরকম অসুবিধা যাতে না হয় সেদিকেও বিশেষ নজর দিয়েছে জেলা প্রশাসন।
সুমন সাহা