Justice Abhijit Ganguly: হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি

Last Updated:

সম্প্রতি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্য়ানের বিরুদ্ধে একজোড়া অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কোয়েনা দাস নামে এক চাকরিপ্রার্থী।

আদালতে স্বস্তি তৃণমূল নেতার।
আদালতে স্বস্তি তৃণমূল নেতার।
#কলকাতা: অভিযোগ ছিল তিনি মাধ্য়মিক পাশ না করেও প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন। এই অভিযোগ পেয়ে তাঁকে সশরীরে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। যদিও শুক্রবার হাইকোর্টে সমস্ত নথি নিয়ে হাজিরা দেওয়ার পর স্বস্তিতে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্য়ান দেবজ্য়োতি ঘোষ।
তৃণমূল নেতার পেশ করা সমস্ত নথি খতিয়ে দেখে মামলা খারিজ করে দেন বিচারপতি। উল্টে মামলাকারীকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন ক্ষুব্ধ বিচারপতি।
advertisement
সম্প্রতি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্য়ানের বিরুদ্ধে একজোড়া অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কোয়েনা দাস নামে এক চাকরিপ্রার্থী। তাঁর অভিযোগ ছিল, পাসপোর্টের নথি অনুযায়ী দেবজ্য়োতি বাবু মাধ্য়মিক পাস করেননি। অথচ তিনি উত্তর চব্বিশ পরগণার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। শুধু তাই নয়, সরকারি বেতন পাওয়া সত্ত্বেও পুরসভার ভাইস চেয়ারম্য়ান হিসেবেও মাসে তিনি ১৭ হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
advertisement
এই অভিযোগ পেয়ে ওই তৃণমূল নেতাকে শুক্রবার সশরীরে হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই মতো আদালতে আসেন তৃণমূল নেতা। সঙ্গে আনেন নিজের যাবতীয় নথি।
সেই সমস্ত নথি খতিয়ে দেখার পর বোঝা যায়, দেবজ্য়োতি ঘোষের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দেন বিচারপতি। তিনি জানিয়ে দেন প্রাথমিক শিক্ষক হওয়ার সমস্ত যোগ্য়তা রয়েছে দেবজ্য়োতি ঘোষের।
advertisement
আদালতকে ভুল তথ্য় দেওয়ার জন্য় মামলাকারী কোয়েনা দাসকেই ১৫ হাজার টাকা জরিমানা করেন বিচারপতি। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্য়ে এই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
পরে দেবজ্য়োতি ঘোষ বলেন, 'আমি ২০১০ সালে চাকরি পেয়েছিলাম। ফলে শাসক দলের নেতা হিসেবে প্রভাব খাটানোর প্রশ্ন ওঠে না। এই অভিযোগ করে আমার এবং আমার দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে।'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement