Justice Abhijit Ganguly: 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কার ছোঁয়ায় নম্বর বৃদ্ধি?', প্রশ্ন বিস্মিত বিচারপতির

Last Updated:

ওএমআর শিট বিকৃতি করে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, সেই শিক্ষকদের ১৬ ডিসেম্বরের মধ্য়ে বক্তব্য় জানানোর সুযোগ দেয় আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
#কলকাতা: এসএসসি-র নবম- দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কারচুপি করে চাকরি পাওয়ায় অভিযুক্ত শিক্ষকদেরই আদালতে হলফনামা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। কীভাবে পরীক্ষায় ওএমআর শিটে ৩ নম্বর পাওয়ার পর কোনও কোনও চাকরিপ্রার্থীর নম্বর এসএসসি-র সার্ভারে ৫৩ হয়ে গেল, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। বিস্মিত বিচারপতির প্রশ্ন, 'পি সি সরকার সিনিয়র কোন ছোঁয়ায় নাম্বার বৃদ্ধি, এটাই আদালত জানতে চায়।'
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই হাইকোর্টকে জানিয়েছিল, নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের ওএমআর শিটেই তথ্য় বিকৃতি হয়েছিল। এরকম চল্লিশটি ওএমআর শিট চিহ্নত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের নির্দেশে ওএমআর শিটের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে এসএসসি। ওএমআর শিট বিকৃতি করে যাঁরা চাকরি পেয়েছেন বলে অভিযোগ, সেই শিক্ষকদের ১৬ ডিসেম্বরের মধ্য়ে বক্তব্য় জানানোর সুযোগ দেয় আদালত।
advertisement
advertisement
কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর ১২ জন শিক্ষক তাঁদের ওএমআর শিটের সমর্থনে হাইকোর্টে আবেদন করেন। এই ১২ জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। একই সঙ্গে এই ১২ জন শিক্ষককেই তাঁদের ওএমআর শিট বিকৃতি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০ ডিসেম্বরের মধ্য়ে এই হলফনামা জমা দিতে হবে।
advertisement
সিবিআই তদন্তে উঠে এসেছে, ওএমআর শিটে যে চাকরিপ্রার্থীর প্রাপ্ত নম্বর ছিল ৩, এসএসসি-র সার্ভারে সেই নম্বরই হয়ে গিয়েছে ৫৩। হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'হলফনামায় ১২ জন শিক্ষক তাদের ওএমআর শিট বিকৃতি নিয়ে তথ্য দেবেন। তাঁরা রচনা, উপন্যাসও লিখতে পারেন তাঁদের সমর্থনে। অতিরিক্ত হলফনামা দেওয়ার কোনও সুযোগ দেবে না আদালত।'
advertisement
সিবিআই আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করে, এই চল্লিশটি ওএমআর শিটে কারচুপি করে এসএসসি-র সার্ভারে নম্বর বাড়িয়ে দিয়ে চাকরির সুপারিশ করা হয়। এসএসসিও স্বীকার করে নেয় যে ওই চল্লিশ জন চাকরিপ্রার্থীর জন্য় চাকরির সুপারিশ করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশেই এই চল্লিশটি ওএমআর শিটের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Justice Abhijit Ganguly: 'পি সি সরকার সিনিয়র না জুনিয়র, কার ছোঁয়ায় নম্বর বৃদ্ধি?', প্রশ্ন বিস্মিত বিচারপতির
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement