স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই নতুন আচরণবিধি জারির প্রয়োজন পড়ল? গত ২৬ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের মিশন মোড়ের কাছে একটি বেপরোয়া অটো উল্টে গিয়ে মৃত্যু হয় বছর ছয়েকের এক শিশুর। গুরুতর আহত হন তার মা। এরপরই অটোচালকদের দৌরাত্ম্য নিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা। একের পর এক অভিযোগ তুলতে থাকে সাগরের মানুষ। অটোচালকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধও হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই নতুন আচরণ বিধি তৈরি করে অটো ইউনিয়নগুলি।
advertisement
আরও পড়ুন: নদীর পাড় পরিষ্কার করল উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরা
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র সাগরের অটো ইউনিয়নের সমস্ত সদস্য ও অটো চালকদের নিয়ে এক বৈঠক করেন। সেখানে ঠিক হয় অটোর সমস্ত কাগজপত্র ঠিক থাকলে তবেই রাস্তায় নামানো যাবে। পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স পুরো পরিষ্কার অর্থাৎ কোনরকম সমস্যা না থাকলে তবেই তিনি সাগরের বুকে অটো চালাতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে প্রতিটি অটোয় ইউনিয়ন অনুমোদিত একটি স্টিকার লাগানো থাকবে। শুধুমাত্র স্টিকার লাগানো গাড়িগুলিই যাত্রী পরিবহন করতে পারবে। অটো ইউনিয়নগুলির ধারণা তাঁদের তৈরি এই ছাঁকনির ফলেই আগামী দিনে সাগরে অটো দুর্ঘটনা কমবে।
নবাব মল্লিক